পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Agvineer Amritpal Funeral Controversy: আত্মঘাতী জওয়ানের শেষকৃত্যে সামরিক সম্মান দেওয়া নীতি বিরুদ্ধ, জানাল সেনা

অমৃতপাল সিংয়ের মৃত্যুর পর শেষকৃত্যে সামরিক সম্মান না দেওয়াকে কেন্দ্র করে ওঠা বিতর্কে জবাব দিল ভারতীয় সেনা ৷ বিবৃতি দিয়ে স্পষ্ট জানানো হয়েছে, কোনও জওয়ান আত্মনঘাতী হলে তাঁর শেষকৃত্যে সামরিক সম্মান দেওয়া ভারতীয় সেনার নীতি বিরুদ্ধ ৷ এক্ষেত্রে সেটাই করা হয়েছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 10:58 AM IST

Updated : Oct 16, 2023, 11:12 AM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর:অগ্নিবীর অমৃতপাল সিংয়ের শেষকৃত্যে সামরিক সম্মান না দেওয়ার কারণ জানাল সেনাবাহিনী ৷ এর জন্য রবিবার রাতে বেশ কয়েকটি কারণ উল্লেখ করে বিশদে ব্যাখা দেওয়া হয়েছে সেনার তরফে ৷ বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, অমৃতপাল সিং সেনাবাহিনীর পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন ৷ তিনি গুলি করে আত্মহত্যা করেন। তাই তাঁর শেষকৃত্যে সামরিক সম্মানের ব্যবস্থা হয়নি ৷ নীতি অনুসারে আত্মহত্যার মৃত্যুকে এই ধরনের সম্মান দেওয়া হয় না বলে জানিয়েছে বাহিনী ৷ কোনও বৈষম্য ছাড়াই এই বিষয়ে নীতি ধারাবিকভাবে অনুসরণ করা হয়েছে ৷

এক্স-এ (টুইটার) একটি পোস্টে সেনাবাহিনী বলেছে, "11 অক্টোবর অগ্নিবীর অমৃতপাল সিংয়ের অপ্রত্যাশিত মৃত্যু দুর্ভাগ্যজনক ৷ তবে এই মৃত্যুকে ঘিরে কিছু ভুল তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরছে। ঘটনার পর 14 তারিখ হোয়াইট নাইট বাহিনী প্রাথমিকভাবে নিজেদের বক্তব্য জানিয়েছে। কয়েকটি মাধ্যমে দাবি করা হয়, অমৃতপাল সিং অগ্নিবীর ছিলেন বলে তাঁর শেষকৃত্যে সামরিক সম্মান দেওয়া হয়নি।

এই বিষয়ে সেনার বক্তব্য অগ্নিবীরদের সঙ্গে কোনও বৈষম্য করা হয় না। অগ্নিপথ প্রকল্প বাস্তবায়নের আগে না পরে সংশ্লিষ্ট কবে বাহিনীতে যোগ দিয়েছিলেন তার ভিত্তিতে এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না। রাজৌরি সেক্টরে কর্তব্যরত অবস্থায় অমৃতপাল নিজেই নিজেকে গুলি করেন ৷ তাই তাঁর শেষকৃত্যে সামরিক সম্মান দেওয়া হয়নি ৷

বিশদে তথ্য দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, 2001 সাল থেকে এই পর্যন্ত শ'দেড়েক সেনা এভাবে আত্মহত্যা করেছেন ৷ এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে শেষকৃত্যে সামরিক সম্মান জানাবার অনুমোদন নেই ৷ এই শোকের মুহূর্তে পরিবারের প্রতি সহানুভূতি জানানো, সম্মান, গোপনীয়তা ও মর্যাদা বজায় রাখা সমাজের জন্য গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক ৷ সশস্ত্র বাহিনী নীতি ও প্রোটোকল মেনে চলার জন্যই পরিচিত ৷ আগামিদিনেও তারা এটাই চালিয়ে যাবে ৷ ভারতীয় সেনাবাহিনী তার প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করতে সমাজের সকল শ্রেণির সমর্থন চায় ৷

আরও পড়ুন : বায়ুসেনায় শীঘ্রই মহিলা অগ্নিবীরদের নিয়োগ, ছাত্রীদের তথ্য দিতে মালদায় শিবির

Last Updated : Oct 16, 2023, 11:12 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details