পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তিন জওয়ানকে বাঁচাতে নেন চরম ঝুঁকি, 8 বছর কোমায় থাকার পর প্রাণ গেল গেল লেফটেন্যান্ট কর্নেলের - জলন্ধরের

ভারতীয় সেনার তিন জওয়ানকে রক্ষা করতে গিয়ে শরীরের লেগেছিল জঙ্গির গুলি। চিকিৎসা চলাকালীন চলে যান কোমায়। সেভাবেই কেটে যায় 8 বছর। শেষমেশ প্রাণ গেল ভারতীয় সেনার গেল লেফটেন্যান্ট কর্নেলের।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 7:23 AM IST

জলন্ধর, 27 ডিসেম্বর: 8 বছর কোমায় থাকার পর প্রাণ গেল এক সেনা আধিকারিকের। 2015 সালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় একটি অভিযানে গুরুতর আহত হন লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিং নাট। জানা গিয়েছে, তাঁর সঙ্গে থাকা তিন সেনা জওয়ানের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে দেন করণবীর। ওই তিনজনকে প্রাণে বাঁচান তিনি। তাঁর গুলিতে প্রাণ যায় জঙ্গিরও। তবে শেষমেশ নিজের প্রাণ রক্ষা করতে পারলেন না। প্রায় 8 বছর ধরে কোমায় থাকার পর অবশেষে রবিবার পঞ্জাবের জলন্ধরের সেনা হাসপাতালে মৃত্যু হল তাঁর ।

সেনা মেডেল বিজয়ী লেফটেন্যান্ট কর্নেলের মৃত্যুতে শোকবার্তা জারি করা হয়েছে সেনার তরফে। সোশাল মিডিয়ায় ভারতীয় সেনার পশ্চিম কমান্ড থেকে জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, "লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিংয়ের মৃত্যুতে সেনা গভীর শোক প্রকাশ করছে। 2015 সালে সেনা বাহিনীর অভিযানের সময় তিনি গুলিবিদ্ধ হন। এরপর 24 ডিসেম্বর জলন্ধরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মত্যাগকে ভারতীয় সেনা কুর্নিশ জানায়।"

তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান ছাডা়ও রয়েছেন বাবা। তিনি নিজেও সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। 1998 সালে 19 গার্ডসে অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতীয় সেনায় কর্মজীবন শুরু হয় লেফটেন্যান্ট কর্নেলের। প্রায় 14 বছর সেভাবে থাকার পর টেরিটেরিয়াল আর্মিতে যোগ দেন। পরবর্তী সময়ে লেফটেন্যান্ট কর্নেল হন। সেই অবস্থায় 2015 সালের 22 নভেম্বর কুপওয়ারার একটি জায়গায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনা। শুরু হয় অভিযান। সে সময় গুলি থেকে তিন সহকর্মীকে বাঁচাতে গিয়ে আহত হন। শেষমেশ প্রাণ গেল লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিংয়ের।

আরও পড়ুন:

  1. জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর
  2. আচমকা গুলির শব্দ ! জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের লড়াই, ফিরে দেখা সংসদে জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতি
  3. আবারও রক্তাক্ত উপত্যকা! কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের

ABOUT THE AUTHOR

...view details