জলন্ধর, 27 ডিসেম্বর: 8 বছর কোমায় থাকার পর প্রাণ গেল এক সেনা আধিকারিকের। 2015 সালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় একটি অভিযানে গুরুতর আহত হন লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিং নাট। জানা গিয়েছে, তাঁর সঙ্গে থাকা তিন সেনা জওয়ানের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে দেন করণবীর। ওই তিনজনকে প্রাণে বাঁচান তিনি। তাঁর গুলিতে প্রাণ যায় জঙ্গিরও। তবে শেষমেশ নিজের প্রাণ রক্ষা করতে পারলেন না। প্রায় 8 বছর ধরে কোমায় থাকার পর অবশেষে রবিবার পঞ্জাবের জলন্ধরের সেনা হাসপাতালে মৃত্যু হল তাঁর ।
সেনা মেডেল বিজয়ী লেফটেন্যান্ট কর্নেলের মৃত্যুতে শোকবার্তা জারি করা হয়েছে সেনার তরফে। সোশাল মিডিয়ায় ভারতীয় সেনার পশ্চিম কমান্ড থেকে জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, "লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিংয়ের মৃত্যুতে সেনা গভীর শোক প্রকাশ করছে। 2015 সালে সেনা বাহিনীর অভিযানের সময় তিনি গুলিবিদ্ধ হন। এরপর 24 ডিসেম্বর জলন্ধরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মত্যাগকে ভারতীয় সেনা কুর্নিশ জানায়।"