জম্মু, 26 সেপ্টেম্বর : একলা পথে সাইকেল চালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Record) নাম তুলে ফেললেন ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক ৷ এই মুহূর্তে তিনিই পৃথিবীর ‘দ্রুততম একক সাইকেলচালক’ (পুরুষ বিভাগ) ৷ রবিবার সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ওই সেনা আধিকারিকের নাম লেফটেন্যান্ট কর্নেল শ্রীপদ শ্রীরাম (Lt Col Sripada Sriram) ৷ মাত্র 34 ঘণ্টা 54 মিনিটেই 472 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি ৷ একা সাইকেল নিয়ে লে থেকে পৌঁছে গিয়েছেন মানালিতে ৷ শনিবার ভোর চারটেয় লে থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি ৷
আরও পড়ুন :Indian Army : সেনাবাহিনীতে আরও মজবুত স্ত্রী শক্তি, তিন বিভাগ থেকে প্রথমবার কর্নেল পাঁচ মহিলা
সেনাবাহিনীর ওই মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘পুরুষ বিভাগে পৃথিবীর দ্রুততম একক সাইকেলচালক হিসাবে নতুন রেকর্ড তৈরি করেছেন লেফটেন্যান্ট কর্নেল শ্রীপদ শ্রীরাম ৷ এই কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন তিনি ৷ 26 সেপ্টেম্বর সাইকেলে মানালি পৌঁছন তিনি ৷ তাঁকে মোট 472 কিলোমিটার রাস্তা সাইকেলে পাড়ি দিতে হয় ৷ এই পাহাড়ি পথের সর্বাধিক উচ্চতা ছিল প্রায় 8 হাজার মিটার ৷’’
আরও পড়ুন :রাজস্থানে 50 শয্যার নতুন হাসপাতাল তৈরি করল সেনাবাহিনী
সেনাবাহিনীর ওই মুখপাত্র জানিয়েছেন, তাঁর যাত্রাপথে লেফটেন্যান্ট কর্নেল শ্রীপদ শ্রীরামকে পাঁচটি বিশাল উপত্যকা পেরিয়ে আসতে হয়েছে ৷ আবহাওয়া খারাপ থাকায় সেই কাজ অত্যন্ত কঠিন ছিল বলেই জানিয়েছেন সেনার ওই প্রতিনিধি ৷ কিন্তু লেফটেন্যান্ট কর্নেল শ্রীপদ শ্রীরাম তাতেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ৷ প্রসঙ্গত, একক সাইকেল চালানোর এই ‘ইভেন্ট’টি স্বর্নিম বিজয় বর্ষের অন্তর্ভুক্ত ৷ 1971 সালে পাকিস্তান জয়ের 50 বছর পূর্তি উপলক্ষে এবছর ‘স্বর্নিম বিজয় বর্ষ’ পালন করছে ভারতীয় সেনা ৷