নয়াদিল্লি, 24 অক্টোবর: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবছর দীপাবলির দিন জওয়ানদের সঙ্গে কাটান নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এবার তাঁর গন্তব্যস্থল কার্গিল (Kargil) ৷ কিন্তু সেখানে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে ৷ যা তাঁকে মুহূর্তেই আবেগপ্রবণ করে তুলেছে ৷
কী সেই অভিজ্ঞতা ? এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) মেজর অমিতের ৷ নরেন্দ্র মোদির হাতে তিনি তুলে দেন একটি ছবি ৷ যে ছবিতে মেজর অমিত ও মোদি দু’জনেই রয়েছেন ৷ তবে একেবারে ভিন্ন ভূমিকায় ৷
2001 সালের অক্টোবরে গুজরাতের (Gujarat) মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন নরেন্দ্র মোদি ৷ তার কিছুদিন পর তিনি যান ওই রাজ্যের বালাছাড়ির সৈনিক স্কুলে (Sainik School) ৷ সেখানে তিনি স্কুলের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন ৷ একটি শিল্ড তুলে দেন ছাত্রদের হাতে ৷ সেই শিল্ড মোদির হাত থেকে যে দু’জন নিয়েছিলেন, তাঁদের একজন মেজর অমিত ৷ তিনি তখন ওই সৈনিক স্কুলের ছাত্র ৷
ফলে 21 বছর আবার মুখোমুখি হলেন দু’জনে ৷ সেই শিল্ড তুলে দেওয়ার ছবিটিই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেন মেজর অমিত ৷ সেদিনের ছাত্রকে আজ সেনাবাহিনীতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মোদিও ৷
প্রসঙ্গত, 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি ৷ তার পর তিনি দেশের প্রধানমন্ত্রী ৷ ওই বছর থেকে প্রতিবার দীপাবলিতে (Diwali) জওয়ানদের সঙ্গে সময় কাটান তিনি ৷ প্রতিবারই তিনি পৌঁছে যান ভারতের কোনও না কোনও সীমান্তে ৷ গতবার যেমন তিনি গিয়েছিলেন জম্মুর নৌশেরা সেক্টরে ৷ প্রতিবারই তিনি জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দেন ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷
এদিন প্রধানমন্ত্রী বলেন, "ভারতের সুরক্ষার স্তম্ভ হল আমাদের বাহিনী ৷ কার্গিলের এই বিজয়ভূমি থেকে আমি দেশবাসীকে এবং গোটা বিশ্বকে শুভ দীপাবলি জানাচ্ছি ৷ পাকিস্তানের সঙ্গে এমন একটাও যুদ্ধ হয়নি, যেখানে কার্গিলে বিজয় পতাকা ওড়েনি ৷ দীপাবলির অর্থ হল, আতঙ্কের (সন্ত্রাস) সমাপ্তি আর কার্গিল এটা সম্ভব করে দেখিয়েছে ৷" মোদি আরও বলেন, "কার্গিলে আমাদের বাহিনী সন্ত্রাসকে ভেঙে তছনছ করে দিয়েছে ৷ তার সাক্ষী হওয়ার সৌভাগ্য আমার হয়েছে ৷ আমার পুরনো ছবি আমাকে এখানে দেখানো হল, এ জন্য আমি কৃতজ্ঞ ৷"
আরও পড়ুন:আপনারা আমার পরিবার, কার্গিলে দীপাবলি উদযাপনে গিয়ে জওয়ানদের বললেন মোদি