পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Molestation: সেনা আধিকারিকের মেয়ের শ্লীলতাহানি, ঘটনাস্থল লখনউ - সেনাবাহিনীর মেডিক্যাল কর্পস

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে এক সেনা আধিকারিকের মেয়ের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে (Army Officer Daughter Molested) ৷ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি ৷ পুলিশ তদন্ত করছে ৷

Army Officer Daughter Molested in Lakhnow
Molestation: সেনা আধিকারিকের মেয়ের শ্লীলতাহানি, ঘটনাস্থল লখনউ

By

Published : Nov 17, 2022, 2:50 PM IST

লখনউ, 17 নভেম্বর: সেনা আধিকারিকের মেয়ের শ্লীলতাহানি (Army Officer Daughter Molested) করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে ৷ অভিযোগ, একটি গাড়িতে দুই দুষ্কৃতি এসে মেয়েটিকে জোর তুলে নিয়ে যায় ৷ সেই সময়ই তাঁর শ্লীলতাহানি (Molestation) করা হয় ৷ তাঁর ক্রেডিট কার্ড ছিনতাই করা হয়৷ কাছে থাকা নগদ 500 টাকাও নিয়ে নেওয়া হয় ৷

নির্যাতিতার মা সেনাবাহিনীর মেডিক্যাল কর্পসে (Army Medical Corps) কর্মরতা ৷ মেয়েটির সঙ্গে গত 8 নভেম্বর এই ঘটনাটি ঘটে ৷ তবে গতকাল, বুধবার এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে ৷ তার পরই বিষয়টি জানাজানি হয় ৷

পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, নির্যাতিতার বয়স 22 ৷ তিনি বাড়ি থেকে লখনউয়ের (Lakhnow) এসজিপিজিআই এলাকায় কিছু সামগ্রী কেনার জন্য যান ৷ কিন্তু কয়েকঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান অভিভাবকেরা ৷ ফোনও বন্ধ ছিল ৷ মেয়েটির মা, যিনি সেনা আধিকারিক, তিনি প্রথমে সংশ্লিষ্ট দোকানে যান ৷ সেখানে গিয়ে জানতে পারেন যে তাঁর মেয়ে সেখানে এসেছিলেন ৷

এর পর তিনি হাজির হন স্থানীয় তেলিবাগ ফাঁড়িতে ৷ তখনই তাঁর কাছে ফোন আসে যে তাঁর মেয়ে গোমতি নগরে ফান রিপাবলিক ফাঁড়িতে রয়েছে ৷ তাঁকে সেখানে আসতে বলা হয় ৷ অপরিচিত কেউ তাঁকে ফোন করে এই তথ্য দিয়েছিলেন ৷

ওই মহিলা বলেছেন, ‘‘আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই ৷ সেখানে গিয়ে আমার মেয়েকে একেবারে বিধ্বস্ত অবস্থায় দেখতে পাই ৷ তার জুতো হারিয়ে গিয়েছে ৷ চুল এলোমেলো হয়ে রয়েছে ৷ মেয়ে আমাকে দেখেই কাঁদতে শুরু করে ৷’’

নির্যাতিতা জানিয়েছেন, তিনি যে জিনিস কিনতে গিয়েছিলেন, তা প্রথমে যাওয়া দোকানে মেলেনি ৷ তাই তিনি অটোয় চেপে চলে যান তেলিবাগে ৷ যখন তিনি অটো থেকে নেমে একটি দোকানের দিকে যাচ্ছিলেন, সেই সময় একটি গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায় ৷ সেই সময় একটি ছেলে তাঁকে চুল ধরে গাড়িতে জোর করে তুলে নেয় ৷ অন্য একজন তখন গাড়ির চালকের আসনে ছিল ৷

মেয়েটির দাবি, যে ছেলেটি তাঁকে গাড়িতে জোর করে তুলে নিয়ে যায়, সেই ছেলেটি সকাল থেকেই উত্যক্ত করছিল ৷ তাঁর অভিযোগ, ‘‘ওই ছেলেটি আমার শ্লীলতাহানি করেছে ৷ জামা ছিঁড়ে দিয়েছে ৷ কটূক্তি করেছে ৷’’ চলন্ত গাড়িতেই পুরোটা ঘটে ৷ তার পর একটা আবর্জনার স্তূপের কাছে তাঁকে ফেলে দেওয়া হয় ৷ ক্রেডিট কার্ড ও নগদ 500 টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা ৷

তাঁর আরও দাবি, পরে বাইকে আসা দু’জন তাঁকে সাহায্য করেন ৷ বুধবার এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে ৷ গোমতী নগর থানার তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজা হচ্ছে ৷ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে গাড়ির নম্বর পাওয়া যায় ৷

আরও পড়ুন:মাঠে একা পেয়ে বধূকে শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা ! অভিযুক্ত ঘাটালের বিজেপি কর্মী

ABOUT THE AUTHOR

...view details