গুয়াহাটি, 27 সেপ্টেম্বর:এক নাবালিকাকে অত্যাচারের অভিযোগে গ্রেফতার এক সেনা আধিকারিক ও তার স্ত্রী ৷ মঙ্গলবার অসমের ডিমা হাসাও জেলা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ ৷ জানা গিয়েছে, ওই নাবালিকা গৃহ পরিচারিকা হিসেবে কর্মরত ছিল ওই সেনা আধিকারিকের বাড়িতে ৷ অভিযুক্ত সেনা আধিকারিকের নাম মেজর শৈলেন্দ্র যাদব এবং তার স্ত্রীয়ের নাম কিম্মি রালসন ৷ দুজনকেই সোমবার আটক করা হয়, পরে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় ৷
পুলিশের দাবি, অসমের ডিমা হাসাওতে কর্মরত থাকাকালীন শৈলেন্দ্র যাদব হাফলংরের বাসিন্দা রালসনকে বিয়ে করেন ৷ এর পর ওই সেনা আধিকারিক হাফলং থেকে হিমাচল প্রদেশের ধর্মশালায় ট্রান্সফার হয়ে যান ৷ সেখানে যাওয়ার সময় ওই নাবালিকাকেও গৃহ পরিচারিকা হিসেবে সঙ্গে নিয়ে যান ওই সেনা আধিকারিক ৷ কিন্ত অভিযোগ, সেখানে অকথ্য অত্যাচারের শিকার হয় ওই নাবালিকা ৷ শারীরিক হেনস্থার পাশাপাশি তার গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই নাবালিকা তার পরিবারের কাছে ফিরে গিয়েছে, কিন্তু তার শরীরে থেকে গিয়েছে নির্যাতনের চিহ্ন ৷ এই প্রসঙ্গে ডিমা হাসাও এর পুলিশ সুপার সংবাদসংস্থা আইএএনএস'কে জানিয়েছেন, গত 2 বছর ধরে ওই সেনা আধিকারিকের বাড়ি কর্মরত ছিল ওই নাবালিকা ৷ এইসময় সে প্রচন্ড শারীরিক নির্যাতনের শিকার হয় ৷