পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ranchi: জিএসটি বিল নিয়ে গোলমাল, রাঁচিতে প্রহৃত সেনা আধিকারিক ও তাঁর ছেলে

ঝাড়খণ্ডের রাঁচিতে জিএসটি বিল (GST Bill) চাওয়া নিয়ে গোলমালের জেরে এক সেনা আধিকারিক Army Officer) ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে ৷ পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Army Officer and his son thrashed for seeking GST Bill in Ranchi
Ranchi: জিএসটি বিল নিয়ে গোলমাল, রাঁচিতে প্রহৃত সেনা আধিকারিক ও তাঁর ছেলে

By

Published : Oct 27, 2022, 3:32 PM IST

রাঁচি (ঝাড়খণ্ড), 27 অক্টোবর: জিএসটি বিল (GST Bill) চাওয়া নিয়ে গোলমাল ৷ তার জেরে এক সেনা আধিকারিক (Army Officer) ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে ৷ অভিযোগ, দীপাবলির আতসবাজি একটি দোকান থেকে কিনেছিলেন কর্নেল সিং ও তাঁর ছেলে ঈশান ৷ তাঁরা জিএসটি বিল চাওয়ায় দোকান মালিকের সঙ্গে বচসা হয় ৷ সেই বচসার জেরেই তাঁদের লোহার রড দিয়ে মারধর করা হয় ৷

পুলিশ জানিয়েছে, স্থানীয় গোন্ডা থানায় অভিযুক্ত দোকানদার বিমল সিঙ্ঘানিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঈশান সিং ৷ পুলিশের কাছে ঈশান জানিয়েছেন, ওই ঘটনার সময় অন্তত 15-20 জনকে তাঁদের মারধরের নির্দেশ দিয়েছিলেন বিমল ৷ ঘটনাটি ঘটে গত 24 অক্টোবর ৷ বুধবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ঈশান ৷

ঈশানের বাবা কর্নেল সিং রাজস্থানের গঙ্গানগরে কর্মরত ৷ সেখান থেকে তিনি দীপাবলির ছুটিতে বাড়ি এসে ওই দোকানে আতসবাজি কিনতে গিয়েছিলেন ৷ জিএসটি বিল নিয়ে এই ঘটনাকে দুঃখজনক বলে ব্যাখ্যা করেছেন কর্নেল সিং ৷

তিনি জানিয়েছেন, দোকান মালিকের ভাই কমল সিঙ্ঘানিয়া তাঁর বাড়িতে মিষ্টি ও আতসবাজি পাঠিয়েছিলেন ৷ তাঁদের অভিযোগ প্রত্যাহারের অনুরোধ করেছেন ৷ অন্যদিকে দোকানের কর্মী রাজু মুন্ডা তফশিলি জাতি-উপজাতি আইনে (SC ST Act) তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে কর্নেল সিংয়ের অভিযোগ ৷

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ কর্নেল সিং জানিয়েছেন, পুলিশ কোনও ব্যবস্থা না নিলে তিনি আদালতে যাবেন ৷ প্রয়োজনে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যসেরও দ্বারস্থ হবেন ৷

অন্যদিকে পুলিশ জানিয়েছে, দোকানের কর্মীদের দাবি যে আতসবাজির (Fire Crackers) দামে ছাড় না পেয়েই তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন ওই সেনা আধিকারিক ও তাঁর ছেলে ৷ সেই কারণে ওই বাবা-ছেলের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের হয়েছে ৷

আরও পড়ুন:গাড়ি পার্ক করা নিয়ে বচসা, গাজিয়াবাদে যুবককে মাথা থেঁতলে খুন

ABOUT THE AUTHOR

...view details