ইম্ফল, 21 জুলাই: মণিপুরে চরম লাঞ্ছনার শিকার দুই মহিলার মধ্যে একজনের স্বামী কারগিল যুদ্ধের সেনানী ৷ স্ত্রীর এই লজ্জার দিনে তীব্র আক্ষেপ ধরা পড়ল তাঁর গলায় ৷ প্রাক্তন এই জওয়ান বললেন, তিনি দেশকে রক্ষা করেছিলেন ৷ কিন্তু তাঁর স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে পারেননি ৷
নির্যাতিতার স্বামী প্রাক্তন সেনাকর্মী: গত 4 মে শুট হওয়া মণিপুরের একটি ভিডিয়ো বুধবার রাতে প্রকাশ্যে আসার পর থেকেই দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে ৷ গণধর্ষণের পর নগ্ন করে দুই মহিলাকে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ভিডিয়ো দেখে শিউড়ে ওঠে মানুষ ৷ ওই দুই নির্যাতিতার একজনের স্বামী অসম রেজিমেন্টের সুবেদার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন ৷ স্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটায় মুষড়ে পড়েছেন তিনি ৷
একটি হিন্দি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "আমি কার্গিলের যুদ্ধে জাতির জন্য লড়াই করেছি এবং ভারতীয় শান্তি রক্ষা বাহিনীর অংশ হিসেবে শ্রীলঙ্কায়ও ছিলাম । আমি জাতিকে রক্ষা করেছি কিন্তু আজ আমি হতাশ যে আমার অবসরের পরে, আমি আমার বাড়ি, আমার স্ত্রী এবং সহ-গ্রামবাসীদের রক্ষা করতে পারিনি...আমি দুঃখিত, হতাশাগ্রস্ত ৷"
তিনি বলেন, গত 4 মে সকালে জনতা ওই এলাকার বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেয়, দুই মহিলার পোশাক খুলে দেয় এবং গ্রামের রাস্তায় লোকজনের সামনে ওই অবস্থায় তাঁদের হাঁটতে বাধ্য করে ।