শ্রীনগর, 20 এপ্রিল: জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা ৷ বৃহস্পতিবার পুঞ্চে সেনাবাহিনীর একটি ট্রাক জ্বালিয়ে দেয় জঙ্গিরা ৷ এই ঘটনায় 5 জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে ৷ বিস্ফোরণের ফলে ট্রাকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে পুঞ্চের সন্ত্রাসবাদী হামলায় পাঁচ সেনার মৃত্যুর বিষয়ে জানিয়েছেন বলে দাবি করেছে মন্ত্রকের একটি সূত্র ।
ভাটা ধুরিয়া এলাকার জাতীয় সড়কে এই ঘটনা ঘটে । হামলার ঘটনায় 5 জওয়ান নিহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ পুঞ্চ থেকে 90 কিলোমিটার দূরে সেনা ও পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। পুঞ্চ একটি সীমান্ত জেলা হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ এখানে প্রতিনিয়ত অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে ।
এই মাসের শুরুর দিকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পুঞ্চ সেক্টরে একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় । বিবৃতিতে বলা হয়েছে, 8-9 এপ্রিলের মধ্যবর্তী রাতে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় কর্তব্যরত সৈন্যরা কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি বুঝতে পারেন ৷