পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 11, 2023, 10:47 PM IST

Updated : Jun 12, 2023, 9:22 AM IST

ETV Bharat / bharat

Army Jawans Twitter Video: স্ত্রীকে অর্ধনগ্ন করে মার, পুলিশের কাছে বাঁচানোর আর্জি জওয়ানের

স্ত্রীকে অর্ধনগ্ন করে 120 জন মারধর করেছে ৷ ভিডিয়ো বার্তায় এমনটাই বলছেন কাশ্মীরে কর্মরত জওয়ান ৷ তাঁর এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে।

Etv Bharat
সেনা জওয়ান

হায়দরাবাদ, 11 জুন:কাশ্মীরে কর্মরত সেনা জওয়ানের স্ত্রীকে অর্ধনগ্ন করে মারধর ৷ তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার কাদাভাসল গ্রামে একদল লোকের দ্বারা এভাবেই আক্রান্ত হয়েছেন সেনাপত্নী ৷ টুইটারে ঘটনার কথা জানিয়েছেন ওই সেনা ৷

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এন থিয়াগরাজন টুইটারে ভিডিয়োটি পোস্ট করেছেন ৷ ভিডিয়োটিতে হাবিলদার প্রভাকরণকে দেখানো হয়েছে ৷ যিনি তামিলনাড়ুর পদভেদু গ্রামের বাসিন্দা ৷ সেনা জওয়ানকে তার স্ত্রীর 'অগ্নিপরীক্ষা' বর্ণনা করতে দেখা গিয়েছে ৷ জওয়ান ভিডিয়োয় বলছেন,"আমার স্ত্রী লিজ নিয়ে একটি জায়গায় দোকান চালান ৷ তাঁকে 120 জন লোক মারধর করে দোকানের জিনিসপত্র ফেলে দেয় ৷ বিষয়টি জানার পর আমি এসপির কাছে আবেদন পাঠিয়েছি ৷ তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ ডিজিপি স্যার, সাহায্য করুন ৷ তারা আমার পরিবারের উপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে ও হুমকি দিয়েছে ৷ আমার স্ত্রীকে অর্ধনগ্ন করে নির্মমভাবে মারধর করা হয়েছে ৷"

ভাইরাল এই ভিডিয়োটি দেখে সকলেই নিন্দা করেছেন ৷ কান্ধভাসাল পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেনুগাম্বল মন্দিরের জমিতে তৈরি একটি দোকান প্রভাকরণের শ্বশুর সেলভামূর্তিকে পাঁচ বছরের জন্য 9.5 লক্ষ টাকায় লিজ দিয়েছিলেন কুমার ৷ কিন্তু কুমার মারা যেতেই তার ছেলে রামু দোকানটি ফেরত চায় ৷ এরপর সেই মতোই টাকা ফেরত দিতে রাজি হন এবং 10 ফেব্রুয়ারি একটি চুক্তি স্বাক্ষরিত হয় ৷

রামু দাবি করেন যে, সেলভামূর্তি টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন ৷ পাশাপাশি দোকান ছাড়তেও অস্বীকার করেছেন ৷ 10 জুন রামু সেলভামূর্তির ছেলে জিভা ও উদয়কে টাকা দিতে দোকানে গিয়েছিল ৷ সেইসময় তারা দু'জন রামুকে আক্রমণ করে ৷ জিভা ছুরি দিয়ে রামুর মাথা কেটে দেয় বলে জানা যায় ৷

আরও পড়ুন :উলট পুরাণ! রাজধানীতে এবার পুরুষ সঙ্গীকে ছুরির কোপ মহিলার

পুলিশের দাবি, ধস্তাধস্তি দেখার পর স্থানীয়রা রামুর সমর্থনে আসেন ৷ যার ফলে একটি বড় সংঘর্ষ হয় ৷ সেই সময় দোকানের জিনিসপত্র ফেলে দেওয়া হয় ৷ প্রভাকরণের স্ত্রী কীর্তি ও তার মা যখন দোকানে ছিলেন তখনও ভিড় তাদের আক্রমণ করেনি ৷ পরে সন্ধ্যায় প্রভাকরণের স্ত্রী নিজেও হাসপাতালে ভর্তি হন ৷ যদিও জওয়ান দাবি করেছেন তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন ৷ কিন্তু পুলিশ এই দাবি অস্বীকার করেছে ৷ এই ঘটনায় তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই সেনা জওয়ানের সঙ্গে কথা বলেছেন ৷ আশ্বাস দিয়েছেন যে তার দল দ্রুত বিচার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের উপর চাপ তৈরির চেষ্টা করবে ৷ এইকটি টুইট বার্তায় তিনি জানিয়েছেন, দল তার জন্য ন্যায়বিচার পেতে জওয়ানের পাশে দাঁড়াবে ৷

Last Updated : Jun 12, 2023, 9:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details