হায়দরাবাদ, 11 জুন:কাশ্মীরে কর্মরত সেনা জওয়ানের স্ত্রীকে অর্ধনগ্ন করে মারধর ৷ তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার কাদাভাসল গ্রামে একদল লোকের দ্বারা এভাবেই আক্রান্ত হয়েছেন সেনাপত্নী ৷ টুইটারে ঘটনার কথা জানিয়েছেন ওই সেনা ৷
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এন থিয়াগরাজন টুইটারে ভিডিয়োটি পোস্ট করেছেন ৷ ভিডিয়োটিতে হাবিলদার প্রভাকরণকে দেখানো হয়েছে ৷ যিনি তামিলনাড়ুর পদভেদু গ্রামের বাসিন্দা ৷ সেনা জওয়ানকে তার স্ত্রীর 'অগ্নিপরীক্ষা' বর্ণনা করতে দেখা গিয়েছে ৷ জওয়ান ভিডিয়োয় বলছেন,"আমার স্ত্রী লিজ নিয়ে একটি জায়গায় দোকান চালান ৷ তাঁকে 120 জন লোক মারধর করে দোকানের জিনিসপত্র ফেলে দেয় ৷ বিষয়টি জানার পর আমি এসপির কাছে আবেদন পাঠিয়েছি ৷ তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ ডিজিপি স্যার, সাহায্য করুন ৷ তারা আমার পরিবারের উপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে ও হুমকি দিয়েছে ৷ আমার স্ত্রীকে অর্ধনগ্ন করে নির্মমভাবে মারধর করা হয়েছে ৷"
ভাইরাল এই ভিডিয়োটি দেখে সকলেই নিন্দা করেছেন ৷ কান্ধভাসাল পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেনুগাম্বল মন্দিরের জমিতে তৈরি একটি দোকান প্রভাকরণের শ্বশুর সেলভামূর্তিকে পাঁচ বছরের জন্য 9.5 লক্ষ টাকায় লিজ দিয়েছিলেন কুমার ৷ কিন্তু কুমার মারা যেতেই তার ছেলে রামু দোকানটি ফেরত চায় ৷ এরপর সেই মতোই টাকা ফেরত দিতে রাজি হন এবং 10 ফেব্রুয়ারি একটি চুক্তি স্বাক্ষরিত হয় ৷