জেহানাবাদ, 5 জানুয়ারি:প্রথম পক্ষেরস্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল জওয়ানের বিরুদ্ধে ৷বিহারেরঘোসি জেহানাবাদ সড়কের কদারুয়া ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতের কাজ সেরে স্কুটিতে চড়ে ফিরছিলেন রুচি কুমারী, তাঁর ভাইয়ের বন্ধু উদয় কুমার এবং মা প্রতিমা দেবী ৷ কদারুয়া ব্রিজের কাছে পৌঁছতেই অভিযুক্ত জওয়ান গৌরব কুমার ও তার পরিচিত আরও 3 জন তাঁদের পথ আটকান বলে অভিযোগ ৷ এরপর গৌরব কুমার তিনজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন ৷ জানা যায়, গৌরব কুমার রুচির স্বামী ৷
কাকো থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা অজিত কুমার জানান, একটি মহিলাকে খুন করা হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷" তিনি আরও জানান, রুচি কুমারী গুলিবিদ্ধ হয়েছেন ৷ অভিযুক্ত গৌরবের বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ৷
গুলিতে মহিলার মৃত্যু: চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই তাঁর মৃত্য়ু হয়েছে । উদয় কুমার গুরুতর আহত হন । অভিযোগ, ঘটনার পর বাইকে করে পালিয়ে যান অভিযুক্ত জওয়ান । রাস্তায় গুলি চালানোর ঘটনা ঘটেছে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ গুরুতর জখম অবস্থায় চিকিৎসকরা উদয় কুমারকে পিএমসিএইচে স্থানান্তরিত করেন ৷
এই ঘটনা প্রসঙ্গে মৃত রুচি কুমারীর মা প্রতিমা দেবী বলেন, "আমার মেয়েকে গৌরব কুমার গুলি করেছে ৷ 2022 সালে আমার মেয়ের সঙ্গে গৌরব কুমারের বিয়ে হয় ৷ সম্প্রতি গৌরব আরও একটি বিয়ে করে ৷ সেই থেকে অশান্তি শুরু হয় ৷"
তিনি আরও জানান, ওই সেনা জওয়ান আগেও কয়েকবার রুচি কুমারীকে খুনের হুমকি দিয়েছিল ৷ তাই তাঁরা গ্রাম ছেড়ে ইসলামপুরে গিয়ে বসবাস করছিলেন ৷
2022 সালে বিয়ে হয়েছিল:জানা গিয়েছে, হুলাসগঞ্জ থানা এলাকার কোকারসা গ্রামের বাসিন্দা রুচি কুমারী ৷ 2022 সালে তিরওয়া গ্রামের বাসিন্দা গৌরব কুমারের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ বিয়ের পর প্রথম দিকে দু’জনে ভালোই ছিলেন ৷ তবে সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি হতে শুরু করে ৷ মাঝে মাঝেই তাঁরা আলাদা থাকতেন ৷ এর মধ্যে গৌরব কুমার দ্বিতীয়বার বিয়ে করেন ৷ এরপর প্রথম স্ত্রী রুচিরা এই নিয়ে গৌরবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ৷ এমনকি তিনি সেনা বিভাগেও অভিযোগ করেন ৷ এরপর রুচি কুমারীকে টাকা দেওয়ার জন্য ওই জওয়ানকে নির্দেশ দেয় আদালত ৷ অনুমান, সেই কারণেই প্রথম স্ত্রী রুচিরার উপর ক্ষোভ ছিল গৌরবের ৷ হয়তো সেই কারণেই স্ত্রীর উপর হামলা চালান তিনি ৷
আরও পড়ুন :
- দাদাকে স্কুলবাসে তুলতে গিয়ে চাকায় পিষ্ট, মৃত্যু দেড় বছরের শিশুর
- আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগ, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যোগিন্দারের নামে এফআইআর
- ভুয়ো এনকাউন্টার মামলায় প্রাক্তন মডেলকে গুলি করে খুন