জাঞ্জগির-চম্পা (ছত্তিশগড়), 15 মে: বিষমদ পান করে মৃত্যু হল এক সেনা জওয়ানের ৷ বিষমদের বলি তাঁর দুই বন্ধুও ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার নবগড় পুলিশ স্টেশনের অন্তর্গত রোগদা গ্রামে ৷ জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম নন্দলাল কাশ্যপ এবং তাঁর দুই বন্ধু সতীশ কাশ্যপ এবং পরশ রাম সাহু ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নন্দলাল কাশ্যপ ছুটিতে ছিলেন ৷ গত সপ্তাহেই তাঁর বিয়ে হয় ৷ সোমবার সকালে যখন তাঁর বাড়িতে অতিথিরা এসেছিলেন, তখনই ঘটে দুর্ঘটনাটি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷
জাঞ্জগির-চম্পা জেলার পুলিশ সুপার বিজয় আগরওয়াল জানিয়েছেন, বিয়ের পর এদিন বাড়িতে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন নন্দলাল কাশ্যপ ৷ তিনি নিজেই অতিথিদের জন্য রান্না করছিলেন ৷ তার পাশাপাশি দুই বন্ধুর সঙ্গে মদ্যপানও করেন ৷ জানা গিয়েছে, গ্রামেরই এক ব্যক্তির থেকে সেই মদ কিনেছিলেন সেনাকর্মী নন্দলাল কাশ্যপ ৷ গ্রামবাসীরা অভিযোগ করেছেন, ওই ব্যক্তি নকল বা বিষমদ বিক্রি করেন ৷ সেই মদ্যপান করেই নন্দলাল কাশ্যপ এবং তাঁর দুই বন্ধুর মৃত্যু হয়েছে ৷