বেতুল (মধ্যপ্রদেশ), 14 ডিসেম্বর: বাবা-মাকে মারধর করে মূত্রপান করানোর অভিযোগ পদস্থ সেনা জওয়ানের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার তেমঝিরাবি গ্রামে ৷ আহত বাবা-মা জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ অভিযুক্ত ছেলের বিরুদ্ধে মুলতাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, তেমঝিরাবি গ্রামের বাসিন্দা কালী সূর্যবংশী এবং তাঁর স্ত্রী মঙ্গলিবাই তাঁদের ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন । তাতে কালী সূর্যবংশী দাবি করেন, " আমার ছেলে প্রভু সূর্যবংশী সেনাবাহিনীতে চাকরি করে । কয়েকদিন আগে ছুটিতে সে গ্রামে এসেছিল । 10 ডিসেম্বর রাতে বাড়িতে ঢুকে টাকা চেয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে । তাকে গালি দেওয়া বন্ধ করতে বলায় লাঠি দিয়ে নির্দয়ভাবে আমায় মারতে থাকে । স্ত্রী আমায় বাঁচাতে এলে তাঁকেও মারধর করে ছেলে । সেই মুহূর্তে জল খেতে চাইলে তাঁকে মূত্রপান করায় গুণধর ছেলে । রাতে বিছানায় ঠান্ডা জল ঢেলে দেয় ।"
সমস্ত অভিযোগ শোনার পর মুলতাই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে 323, 294, 506 ধারায় মামলা দায়ের করেছে । এ ক্ষেত্রে মুলতাই থানার ইনচার্জ প্রজ্ঞা শর্মা সংবাদমাধ্যমকে বলেন, "ওই দম্পতি শুধুমাত্র মারধরের তথ্যই দিয়েছেন । সেই অনুসারেই মামলা দায়ের হয়েছে। তাঁদের মুলতাই হাসপাতালে ভর্তি করা হয়েছে । সেখান থেকে বেতুল রেফার করা হয়েছে ।" পাশাপাশি তাঁর দাবি, মারধরের সঙ্গে মূত্রপান করানোর বিষয়টি যুক্ত হলে পরে অন্য ধারায় মামলা করা হবে। অতিরিক্ত এসপি কমলা যোশী জানান, বৃদ্ধ দম্পতিকে মারধর করেছে ছেলে । অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে ।