বরেলি (উত্তরপ্রদেশ), 17 মার্চ: সহকর্মীর স্ত্রীকে খুনের অভিযোগে এক সেনা জওয়ানকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ (Army Jawan Arrests for Allegedly Killing Wife of Colleague) ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির ক্যান্টনেমেন্ট এলাকায় ৷ অভিযুক্ত সেনা জওয়ানের স্ত্রীর সঙ্গে মৃত মহিলার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে ৷ অভিযোগ মহিলাকে আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করেছিলেন সেনা জওয়ান মনোজ সেনাপতি ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তার বদলা নিতেই নীতিশ পান্ডে মনোজ সেনাপতির স্ত্রী সুদেষ্ণাকে খুন করেছেন ৷ নীতিশ পান্ডেকে পুলিশ গ্রেফতার করেছে ৷
গত 13 মার্চ ক্যান্টনমেন্ট থানার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয় ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, সুদেষ্ণা নামে এক মহিলাকে কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি হত্যা করেছেন ৷ সুদেষ্ণা সেনা জওয়ান মনোজ সেনাপতির স্ত্রী ছিলেন ৷ পুলিশ তদন্তে নেমে মনোজ সেনাপতির বাড়ির আশেপাশের সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে ৷ সেখানে ঘটনার দিন সেনা জওয়ান নীতিশ পান্ডেকে সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখা যায় ৷ নীতিশ মৃত সুদেষ্ণার প্রতিবেশী ছিলেন ৷ নীতিশকে সেনাবাহিনীর সাহায্যে আটক করা হয় ৷ জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করার পর বৃহস্পতিবার নীতিশকে গ্রেফতার করা হয়েছে ৷