পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাদাখ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, মন্তব্য সেনাপ্রধানের - India-China

ফেব্রুয়ারিতে সেনা সরানোর কাজ শুরু হওয়ার পর থেকে লাদাখের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷ বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন সেনাপ্রধান এম এম নারাভানে ৷

army chief said on ladakh row situation along lac normal since disengagement started
লাদাখ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, মন্তব্য সেনাপ্রধানের

By

Published : Jul 1, 2021, 10:41 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই : গত ফেব্রুয়ারি থেকে লাদাখের (Ladakh) প্যাংগং সো অঞ্চলে সেনা সরানোর কাজ শুরু হয়েছে ৷ তার পর থেকে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷ বৃহস্পতিবার একথাই জানিয়েছেন সেনাপ্রধান এম এম নারাভানে (MM Naravane) ৷ একই সঙ্গে তাঁর বক্তব্য, ভারত (India) ও চিনের (China) মধ্যে সাম্প্রতিক সময়ে যে আলোচনা হয়েছে, তাতে দ্বিপাক্ষিক বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে ৷

এদিন একটি ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন সেনাপ্রধান (Indian Army Chief) ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে জানান যে চিনের সঙ্গে রাজনৈতিক থেকে কূটনৈতিক সবস্তরেই আলোচনা হয়েছে ৷ সেনাস্তরেও যে সমস্যা মেটানোর চেষ্টা হয়েছে ৷ তাও তিনি উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন :কুলগামে নিরাপত্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম 3 জঙ্গি

এখন প্রশ্ন উঠতেই পারে যে হঠাৎ কেন এমন একটি বিষয়ে মন্তব্য করলেন সেনাপ্রধান নারাভানে ৷ জানা গিয়েছে যে ওই ভার্চুয়াল আলোচনা সভায় লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেনাপ্রধানকে ৷ তারই উত্তরে তিনি এই তথ্য তুলে ধরেন ৷ সেখানে তিনি আরও জানান যে আগামিদিনে আলোচনার মাধ্যমে বাকি সমস্যাগুলিরও সমাধান হয়ে যাবে ৷

প্রসঙ্গত, দিন তিনেক আগেই চিনের উদ্দেশ্যে নাম না করে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ তিনি জানান, প্রতিবেশীর সঙ্গে আলোচনা করে সব সমস্যার সমাধান করা হবে ৷ কিন্তু যদি ভয় দেখানো হয় বা আক্রমণাত্মক কোনও পদক্ষেপ করা হয়, তা হলে ভারত তা সহ্য করবে না ৷ তার পর সেনাপ্রধান এমএম নারাভানের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন :Jammu and Kashmir : সর্বদলীয় পরামর্শের পরিকল্পনা চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে জম্মু ও কাশ্মীর ডিলিমিটেশন কমিশন

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত বছর মে মাসের মাঝামাঝি সময় থেকে ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ অভিযোগ উঠেছিল যে ভারতের সীমানার মধ্যে ঢুকে পড়েছে চিনের পিপলস লিবারেশ আর্মি বা পিএলএ ৷ গত বছর জুন মাসে দুই দেশের সেনার মধ্যে গালওয়ান উপত্যকায় (Galwan Vally) রক্তক্ষয়ী সংঘর্ষও হয় ৷ তার পর অনেক আলোচনা শেষে চিন সেনা সরাতে রাজি হয় ৷ সেই মতো ক্রমশ দুই দেশ পূর্ব লাদাখ থেকে ক্রমশ সেনা সরানোর প্রক্রিয়া চালাচ্ছে ৷

গত 25 জুন এই নিয়ে দুই দেশের কূটনৈতিক স্তরে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকে ঠিক হয়েছে যে এই ইস্যুতে খুব শীঘ্রই সেনা পর্যায়ের বৈঠক হবে ৷

আরও পড়ুন :National Doctors' Day : করোনা মোকাবিলায় চিকিৎসকদের ভূয়সী প্রশংসা মোদির

ABOUT THE AUTHOR

...view details