নয়াদিল্লি, 2 জুন : ভারত ও পাকিস্তান সেনার মধ্য়ে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতির একশো দিন পূর্ণ হল ৷ সেই পরিস্থিতিতে সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে আজ দু’দিনের জন্য সীমান্ত পরিদর্শনের জন্য শ্রীনগরে পৌঁছালেন ৷ সেখানে উপত্যকা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি ৷
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ভারত ও পাকিস্তান সেনার ডিজি’র মধ্যে নয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ৷ তারপর থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে সীমান্ত কোনওরকম অস্থিরতা নজরে আসেনি ৷ তবে, ভারতীয় সেনার তরফে পরিস্থিতির উপর সবসময় সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘‘সেনাপ্রধান আজ শ্রীনগরে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন ৷ সেই সঙ্গে সেনার শীর্ষ কমান্ডার এবং 15 কর্পসের সঙ্গে সন্ত্রাস বিরোধী এবং অনুপ্রবেশ বিরোধী অভিযান নিয়ে আলোচনা করবেন ৷’’