নয়াদিল্লি, 18 মে: সরানো হল কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুকে ৷ তাঁর বদলে মন্ত্রকের দায়িত্বে এলেন অর্জুন রাম মেঘওয়াল ৷ এখন থেকে তিনি ওই মন্ত্রকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন। তাঁর সঙ্গে আগের দায়িত্বও সামলাবেন অর্জুন। আর রিজিজুকে ভূবিজ্ঞান মন্ত্রকে স্থানান্তরিত করা হল ৷ 2019 সালে মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসে ৷ এরপর 2021 সালে কেন্দ্রীয় আইন মন্ত্রকের দায়িত্বে আসেন কিরণ রিজিজু ৷ এদিকে অর্জুন রাম মেঘওয়াল সংসদ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ তিনি রাজস্থানের বিকানেরের বিজেপি সাংসদ ৷ আর একবছর বাদেই লোকসভা নির্বাচন হওয়ার কথা ৷ তারও আগে এবছরেই রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে পারে ৷
এমতাবস্থায় এই রদবদল ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এর আগে 2021 সালে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বড়সড় পরিবর্তন হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৷ গুজরাত থেকে শুরু করে উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব বাড়ে ক্যাবিনেটে ৷ অন্যদিকে বাংলার ক্ষেত্রে দুই পুরনো রাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে নতুন চারজনকে বিভিন্ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয় ৷
আরও পড়ুন: 'সব গান্ধি পদবিধারীদের দোষী বলা যায় না', রাহুলকে আক্রমণ রিজিজুর