নয়াদিল্লি, 12 নভেম্বর: নন্দীগ্রামের সভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য (Controversial remarks against President) করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) ৷ এমনটাই অভিযোগ করেছে বিজেপি (BJP) ৷ আর তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এর বিরুদ্ধে একে একে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ৷
কেন্দ্রীয় তফসিলি বিষয়ক মন্ত্রী (Union Tribal Affairs minister) অর্জুন মুণ্ডাও (Arjun Munda) শনিবার বাংলার মন্ত্রী এবং তৃণমূল নেতা অখিল গিরির এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন ৷ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে কুরুচিকর মন্তব্য তীব্র নিন্দনীয় । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উচিত অবিলম্বে এমন একজন নেতাকে তাঁর মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা ৷ এই ধরনের মন্তব্যের জন্য সকলের সামনে তাঁর ক্ষমা চাওয়া উচিত । মমতাকে এর ব্যাখা দেওয়া উচিত ।"