অমরাবতী, 10 অগস্ট: বুধবার মার্গদর্শী চিটফান্ড মামলার সওয়াল জবাব শেষ হল অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে ৷ চিট রেজিস্ট্রার দ্বারা জারি করা পাবলিক নোটিশকে চ্যালেঞ্জ করে এ বছরের 30 জুলাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মার্গদর্শী চিটফান্ড কোম্পানির আইনজীবী ৷ তারপর থেকেই এই মামলার উপর আদালতে সওয়াল-জবাব চলছিল বলে জানা গিয়েছে ।
গুন্টুর এবং কৃষ্ণা জেলার চিট গোষ্ঠীগুলির ক্ষেত্রে জারি করা পাবলিক নোটিশকে চ্যালেঞ্জ করে দুটি মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে ৷ সেগুলির সাপলেমেন্টরি পিটিশনে সওয়াল-জবাব শেষ হয়েছে । এছাড়া প্রকাশম জেলার চিট গোষ্ঠীগুলির ক্ষেত্রে দায়ের করা আরেকটি মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে । বিচারপতি এন জয়সুরিয়ার বেঞ্চ জানিয়েছে যে আপাতত অন্তর্বর্তী নির্দেশের বিষয়ে রায় পিছিয়ে দেওয়া হচ্ছে । বুধবার শুনানিতে সরকারের পক্ষে সওয়াল-জবাব করেন অ্যাডভোকেট জেনারেল (এজি) শ্রীরাম ।
আদালতে এজি বলেন, চিট গোষ্ঠীগুলি বন্ধ করার জন্য কোনও একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়নি । যেহেতু বারবার নিয়ম লঙ্ঘন করা হচ্ছে তাই আমরা একটি পাবলিক নোটিশ জারি করেছি ৷ যাতে চিট গোষ্ঠীগুলিকে নিয়ে গ্রাহকদের কোনও আপত্তি রয়েছে কি না তা জানাতে বলা হয় । চিট রেজিস্ট্রারদের স্বতঃপ্রণোদিতভাবে কার্যক্রমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ৷" তিনি জানান যে 2008 সালে জারি করা জিও অনুসারে, সহকারী এবং ডেপুটি রেজিস্ট্রারদের এই ক্ষমতা প্রদান করা হয়েছে ৷ এমনকী চিটফান্ড আইনের 48(এইচ) ধারা অনুযায়ী, ডেপুটি রেজিস্ট্রার চিট গোষ্ঠীগুলির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিতে পারে ।