পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhupender Yadav Slams Rahul: রাহুল, কংগ্রেস কি দেশের আইনের ঊর্ধ্বে ? কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর - রাহুল গান্ধি

রাহুল গান্ধি, কংগ্রেস কি দেশের আইনের ঊর্ধ্বে ? বিজেপির বিশিষ্ট ওবিসি মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav Slams Rahul) এই কটাক্ষের সুরে এই প্রশ্ন তুললেন ৷

Bhupender Yadav Slams Rahul ETV Bharat
রাহুল গান্ধি ও ভূপেন্দ্র যাদব

By

Published : Mar 24, 2023, 3:36 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: রাহুল গান্ধি (Rahul Disqualified From Parliament) ও কংগ্রেস কি দেশের আইনের ঊর্ধ্বে ? সনিয়া-পুত্রকে ফৌজদারি মানহানি মামলায় গুজরাতের আদালত দোষী সাব্যস্ত করায় তার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস ৷ তাদেরকেই একহাত নিয়ে এ কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav Slams Rahul)৷

শুক্রবার বিজেপির একজন বিশিষ্ট ওবিসি মুখ ভূপেন্দ্র যাদব বলেছেন যে, আদালত আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেছে কিন্তু তিনি এবং তাঁর দল কংগ্রেস তাদের অহংকারের কারণে এই রায় মেনে নিতে পারছে না । সুরাতে 2019 সালের মানহানির মামলার বিচার চলাকালীন আদালত বারবার রাহুল গান্ধিকে তাঁর মন্তব্যের গুরুত্ব বুঝে তার জন্য ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি তাঁর ঔদ্ধত্যের কারণে তা করেননি বলে অভিযোগ করেন বিজেপি নেতা ৷

সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রবীণ নেতা প্রশ্ন তোলেন যে, কংগ্রেস দল এবং রাহুল গান্ধি কি দেশের আইনের চেয়েও উপরে ? ওবিসি সমাজের একটি উপাধিকে গালি দেওয়া এবং অপমান করা কি জাতীয় নেতার কাজ ? তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি কংগ্রেস দল এবং রাহুল গান্ধি ব্যক্তিগতভাবে দেশের সমগ্র ওবিসি সম্প্রদায়ের উপর অপমানসূচক মন্তব্যের জন্য দোষী ৷" তাঁর দাবি, প্রত্যেকেরই আদালতের রায়কে সম্মান করা উচিত ।

বৃহস্পতিবার সুরাতের একটি আদালত রাহুল গান্ধিকে তাঁর মোদি পদবি নিয়ে করা মন্তব্যের জন্য দায়ের করা মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে ৷ "কীভাবে সব চোরের একই পদবি মোদি হয়?" 2019 সালের এপ্রিল মাসে কর্ণাটকের কোলারে লোকসভা নির্বাচনের প্রচারে এই মন্তব্য করার জন্য আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ৷ যদিও রায়দানের দিন রাহুলকে জামিন দিয়েছে আদালত ৷ কংগ্রেস নেতাকে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দিয়ে 30 দিনের জন্য সাজা স্থগিত রেখেছেন বিচারক । তবে সাজা পাওয়ার পরদিনই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:সাজা পাওয়ার পরদিনই সাংসদ পদ খারিজ রাহুল গান্ধির

কংগ্রেস বলেছে যে, রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করাটা ভুল হয়েছে এবং এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া হবে । তবে রাহুলকে একহাত নিয়ে ভূপেন্দ্র যাদব বলেছেন, "আমরা বিশ্বাস করি যে আপনি যদি এইভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অপমান করেন তবে এটাকে ভারত জোড়ো নয়, ভারত তোড়ো বলা হবে ৷" রাহুলের মন্তব্য ওবিসি সমাজ এবং অন্যান্য নিম্ন বর্ণের মানুষ সম্পর্কে তাঁর মানসিকতা প্রতিফলিত করে বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details