নয়াদিল্লি, 24 মার্চ: রাহুল গান্ধি (Rahul Disqualified From Parliament) ও কংগ্রেস কি দেশের আইনের ঊর্ধ্বে ? সনিয়া-পুত্রকে ফৌজদারি মানহানি মামলায় গুজরাতের আদালত দোষী সাব্যস্ত করায় তার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস ৷ তাদেরকেই একহাত নিয়ে এ কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav Slams Rahul)৷
শুক্রবার বিজেপির একজন বিশিষ্ট ওবিসি মুখ ভূপেন্দ্র যাদব বলেছেন যে, আদালত আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেছে কিন্তু তিনি এবং তাঁর দল কংগ্রেস তাদের অহংকারের কারণে এই রায় মেনে নিতে পারছে না । সুরাতে 2019 সালের মানহানির মামলার বিচার চলাকালীন আদালত বারবার রাহুল গান্ধিকে তাঁর মন্তব্যের গুরুত্ব বুঝে তার জন্য ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি তাঁর ঔদ্ধত্যের কারণে তা করেননি বলে অভিযোগ করেন বিজেপি নেতা ৷
সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রবীণ নেতা প্রশ্ন তোলেন যে, কংগ্রেস দল এবং রাহুল গান্ধি কি দেশের আইনের চেয়েও উপরে ? ওবিসি সমাজের একটি উপাধিকে গালি দেওয়া এবং অপমান করা কি জাতীয় নেতার কাজ ? তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি কংগ্রেস দল এবং রাহুল গান্ধি ব্যক্তিগতভাবে দেশের সমগ্র ওবিসি সম্প্রদায়ের উপর অপমানসূচক মন্তব্যের জন্য দোষী ৷" তাঁর দাবি, প্রত্যেকেরই আদালতের রায়কে সম্মান করা উচিত ।