ফিরোজাবাদ, 4 অগস্ট: এবার যোগী রাজ্যে পুলিশ আধিকারিককে গুলি করে খুন করল একদল আততায়ী ৷ বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার আওরভ থানা এলাকার চন্দনপুর গ্রামে ৷ দীনেশ কুমার মিশ্র নামে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিককে সামনে থেকে গুলি করা হয় বলে জানা গিয়েছে ৷ তিনি আওরভ থানার চন্দনপুর ফাঁড়ির ইনচার্জ ছিলেন ৷ সেই সঙ্গে আরাওন থানায় পোস্টিং ছিল তাঁর ৷ ঘটনার সময় চন্দনপুর গ্রামে একটি পণের মামলার তদন্ত সেরে ফিরছিলেন ৷ সেই সময় তাঁকে লক্ষ্য করে একদল আততায়ী গুলি চালায় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ৷
ফিরোজাবাদ জেলার পুলিশ সুপার আশিস তিওয়ারি বলেন, ‘‘সাব ইন্সপেক্টর গতকাল রাতে একটি মামলার তদন্ত সেরে ফিরছিলেন ৷ সেই সময় এই ঘটনাটি ঘটে ৷ তাঁকে চন্দনপুর গ্রামের কাছে গুলি করা হয় ৷ গুরুতর অবস্থায় দীনেশ কুমার মিশ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে ৷ দীনেশ মিশ্রের বাড়ি কনৌজ জেলায় ৷ তিনি একটি পণের মামলার তদন্ত সেরে ফিরছিলেন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে বুলেটের ক্ষত থেকে অতিরিক্ত রক্তকক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে ৷’’