পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

April Fool's Day 2023: আজ মানুষকে বোকা বানানোর দিন, 'এপ্রিল ফুল' কেন পালন হয় জানেন? - মানুষকে বোকা বানানোর দিন

কখনও কারও কাছে বোকা বেনেছেন ? মজার ছলে? পরে জানতে পেরেছেন সেটা মজা ৷ তারপর হাসিতে ফেটে পড়েছেন দু'জনেই। আজকের দিনের গুরুত্ব হল মানুষকে বোকা বানানো ৷ ঠাট্টা তামাশার এই দিনটি বিশ্বজুড়ে কেন পালন করা হয় জানেন ?

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 1, 2023, 10:35 AM IST

হায়দরাবাদ, 1 এপ্রিল:এপ্রিল মাসের প্রথম দিন এমন কিছু বলতে হবে যাতে একরকম বোকা হয়ে যায় মানুষ! কারওর এই দিনের কথা একেবারেই মনে থাকে না ৷ আবার কেউ ইচ্ছে করেই কাছের মানুষদের এমন কিছু বলেন যা ঘিরে হইহই-রইরই ব্যাপার তৈরি হয়। আজ পয়লা এপ্রিল, কাকে কীভাবে বোকা বানানো যায়, সেই প্ল্যান নিয়ে অনেকেই তৈরি। বিশেষ এই দিনটা মানে আজকের দিনটি 'এপ্রিল ফুল ডে' নামে খ্যাত। প্রতি বছর পয়লা এপ্রিল দিনটি বিশ্বজুড়ে পালিত হয় এপ্রিল ফুল ডে হিসাবে। কিন্তু কেন এই দিন এপ্রিল ফুল হিসেবে পালন হয় জানেন?

এই দিনযাপনের নেপথ্যে একাধিক তত্ত্ব রয়েছে ৷ ইতিহাসের পাতায় এর যুক্তি খানিকটা অন্যরকম। ঐতিহাসিকদের মতে, পোপ ত্রয়োদশ গ্রেগরি এই দিনেই প্রথম, গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সূচনা করেন। শুধু তাই নয় নির্দেশ দেন আগামী বছর 1 জানুয়ারি থেকে এই ক্যালেন্ডার দিয়েই দিন নির্ধারিত হবে। যতটা জানা যায়, জুলিয়ান ক্যালেন্ডার থেকে যেদিন এই নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডার শুরু হয় সেদিন থেকেই মানুষ আজ অর্থাৎ 1 তারিখ এপ্রিল ফুল হিসেবে পালন শুরু করেন।

ফ্রান্সই প্রথম দেশ যারা এই ক্যালেন্ডারকে গ্রহণ করেছিল দিন নির্ধারণের ক্ষেত্রে। অনেকেই রয়েছেন যারা এই পরিবর্তন গ্রহণ করতে পারেননি। তাঁরা আগের মতোই জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করতে থাকে, তাঁদেরকেই বোকা কিংবা ফুলস তকমা দেওয়া হয়। সেখান থেকেই শুরু সবটার ।

তবে ইতিহাস এও বলছে এই দিন তামাশা করার দিন নয়, সঠিক বেছে নিয়ে এগিয়ে যাওয়ার দিন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, 1 জানুয়ারি শুরু হয় নতুন বছর অথবা নিউ ইয়ার উদযাপন। এর আগে এপ্রিলের এক তারিখ কিংবা এর আশেপাশেই নতুন বছর উদযাপিত হত। যারা এর পরেও মার্চে নতুন বছর ভেবে আনন্দ করতেন তাদেরকে নিয়েই ঠাট্টা তামাশা করা হত ৷

আরও পড়ুন:প্রিয়জনদের এপ্রিল ফুল বানাতে চান ? কাজে লাগতে পারে এই টিপসগুলি

কিন্তু দিনটি এখনকার দিনে যেভাবে পালন হয় তা হল- আপনি কাজে হয়ত ব্যস্ত আছেন। হঠাৎ করে নিকট কারও ফোন পেলেন বা কাছে এসে এমন কিছু বললেন যে আপনি অস্থির হয়ে উঠছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে বুঝলেন যে আপনাকে বোকা বানানো হয়েছে। সঙ্গে সঙ্গে অপর ব্যক্তি 'এপ্রিল ফুল' বলে চিৎকার করে উঠতেই সব খোলসা হয়ে যায়। বছরের এইদিনটায় পরিচিত জনের সঙ্গে এভাবেই মজা করতে থাকেন ৷

ABOUT THE AUTHOR

...view details