হায়দরাবাদ, 5 ডিসেম্বর : কথায় কথায় কোর্ট কাছারি নয় ৷ বরং বিরোধ নিষ্পত্তির জন্য শেষ ধাপ হওয়া উচিত আদালত ৷ এমনই মত দেশের প্রধান বিচারপতি এনভি রামানার (CJI NV Ramana) ৷ আইনি পেশায় নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তাঁর এই মন্তব্য ৷
শনিবার হায়দরাবাদে আইএএমসির (International Arbitration and Media Centre, IAMC ) এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতি ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "40 বছরেরও বেশি সময় ধরে আইনি পেশায় বিভিন্ন বিষয়ে অংশ নেওয়ার পর আমার পরামর্শ এটাই যে, আপনাকে আদালতে যাওয়ার বিকল্পটি একদম শেষ ধাপে রাখতে হবে । সালিশি, মধ্যস্থতা এবং সমঝোতার পথ পেরিয়ে আসার পরই শেষ অবলম্বন হিসেবে আদালতকে রাখা উচিত (Approaching courts for settling disputes should be the last resort) ৷
তিনি বলেন, "সঠিক মনোভাব থাকলে বিরোধের সমাধান সম্ভব ৷ সঠিক মনোভাব মানে একজনকে তার অহং, আবেগ, অসহিষ্ণুতা দূরে সরিয়ে রাখতে হবে ৷ যখন একটি সমস্যা আদালতে পৌঁছায় তখন উপরোক্ত বিষয়গুলির অধিকাংশই হারিয়ে যায় ৷"