বেঙ্গালুরু, 3 মার্চ:কর্ণাটকবাসীর জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মানি এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ৷ তাঁরা জানিয়েছেন, দক্ষিণের এই রাজ্য়ে নতুন একটি কারখানা তৈরি করবে বিশ্ববিখ্য়াত মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্য়াপল (Apple Phone Factory in Karnataka) ৷ রাজ্য়ের 300 একর জমি নিয়ে তৈরি হবে এই নয়া উৎপাদনকেন্দ্র ৷ এই কারখানায় অন্তত 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ৷
এ নিয়ে একটি টুইটও করেছেন রাজীব চন্দ্রশেখর ৷ তাতে তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং মুখ্যমন্ত্রী বিএস বোম্মানির ডাবল ইঞ্জিন সরকার কর্ণাটকে বিনিয়োগ, কর্মসংস্থান এবং 1 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরির জন্য কাজ করে চলেছে ৷" এই টুইটটি প্রধানমন্ত্রী মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্য়াগও করেছেন রাজীব ৷
অন্যদিকে, এই একই প্রসঙ্গে বাসবরাজ বোম্মানি জানিয়েছেন, "খুব শীঘ্রই রাজ্য়ে অ্য়াপল ফোন তৈরি হবে ৷ এর জেরে 1 লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি কর্ণাটকে অসংখ্য নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে ৷ 2025 সালের মধ্যে ভারতে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি করার জন্য দূরদর্শী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা আমাদের ভাগের কাজ করে চলেছি ৷"