নয়াদিল্লি, 2 নভেম্বর: ভারতে 5জি পরিষেবা (5G Service) শুরু হতেই এখানকার গ্রাহকদের নতুন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্য়াপল (Apple) ৷ আগামী সপ্তাহ থেকেই নির্বাচিত আইফোনে (iPhone) 5জি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে ৷ এর জন্য আইওএস 16 বেটা (iOS 16 Beta) সফটওয়্য়ার প্রোগ্রাম ব্যবহার করা হবে ৷ বুধবার অ্য়াপলের তরফ থেকে তাদের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাস থেকে ভারতে সার্বিকভাবে 5জি পরিষেবা দেওয়া শুরু করবে অ্যাপল ৷ কিন্তু, তার আগেই আগামী সপ্তাহ থেকে এয়ারটেল ও জিও গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন ৷ তবে, তার জন্য তাঁদের আইফোনে সেই মতো ব্যবস্থা থাকতে হবে ৷
আইফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেটা প্রোগ্রামিং গ্রাহকদের বিশেষ পরিষেবা দিতে সক্ষম ৷ সারা দেশের মানুষ কোনও একটি নতুন পরিষেবা ব্যবহার করার আগেই সংশ্লিষ্ট গ্রাহকরা শুধুমাত্র বেটা প্রোগ্রামিংয়ের সাহায্য়ে সেই পরিষেবা বাকিদের তুলনায় অনেক আগে ব্যবহার করতে পারেন ৷ উল্লেখ্য, গত মাসেই অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা যত দ্রুত সম্ভব ভারতে 5জি পরিষেবা শুরু করতে চায় (iphone 5g software update) ৷ এর জন্য সংশ্লিষ্ট মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলির সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে ৷ যে মুহূর্তে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ হবে, সেই মুহূর্তেই ভারতের নির্বাচিত অ্যাপল গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷