পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pegasus Spyware : পেগাসাস মামলার শুনানি সরাসরি সম্প্রচারের দাবিতে প্রধান বিচারপতিকে চিঠি - এন ভি রামানা

দেশের মানুষের স্বার্থেই পেগাসাস মামলার সমস্ত শুনানি সরাসরি সম্প্রচার হওয়া দরকার ৷ এই দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি পাঠালেন আন্দোলনকারী ও সমাজকর্মীরা ৷

Appeal to CJI to allow live streaming of Pegasus hearings
Pegasus Spyware : পেগাসাস মামলার শুনানি সরাসরি সম্প্রচারের দাবিতে প্রধান বিচারপতিকে চিঠি

By

Published : Aug 11, 2021, 2:47 PM IST

হায়দরাবাদ, 11 অগস্ট :পেগাসাস (Pegasus Spyware) সংক্রান্ত যাবতীয় শুনানি আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হোক ৷ যাতে আমজনতা তার সাক্ষী থাকতে পারে ৷ ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানার (Chief Justice of India NV Ramana) কাছে এমনই আবেদন জানানো হয়েছে ৷ বিচার বিভাগীয় দায়িত্ব এবং সংস্কারের দাবিতে দেশে প্রচার কর্মসূচি চলছে ৷ পাশাপাশি, তথ্যের অধিকার নিয়েও দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বহু সংগঠন ৷ তাদের তরফেই প্রধান বিচারপতির কাছে পেগাসাস মামলার সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছে ৷

আরও পড়ুন :Pegasus-Supreme Court : পেগাসাস নিয়ে পরবর্তী শুনানি সোমবার, বাইরে বিতর্কে নিষেধ প্রধান বিচারপতির

গত 9 অগস্ট প্রধান বিচারপতি রামানাকে লেখা চিঠিতে গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে আন্দোলনকারী ও সমাজকর্মীদের তরফে ৷ তাঁদের বক্তব্য, ইজ়রায়েলি স্পাইওয়্য়ার ব্যবহার করে ভারতীয়দের উপর নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ ৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এমনটা করা হয়েছে বলে আন্তর্জাতিক মহলের দাবি ! এই দাবি সত্যি হলে তা অত্যন্ত চিন্তার বিষয় বলেই মত চিঠির প্রেরকদের ৷ তাঁদের মতে, এভাবে যদি দেশের নাগরিকদের উপর নজরদারি চালানো হয়, তবে তা সরাসরি গণতন্ত্রের উপর আক্রমণের সমতুল্য ৷

প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে নজরদারির আওতায় থাকতে পারেন, এমন কয়েকজনের কথা আলাদাভাবে উল্লেখও করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, বিদেশি স্পাইওয়্য়ার ব্যবহার করে শীর্ষ আদালতের একজন বিচারপতি, সেখানকার রেজিস্ট্রার এবং এক মহিলা কর্মীর উপর নজরদারি করা হয়েছে ৷ ওই মহিলা আবার ভারতের এক প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন ! চিঠির প্রেরকদের মতে, এই ঘটনা সত্যি হলে তা ভারতীয় বিচারব্যবস্থার জন্য অশনি সংকেত ৷

আরও পড়ুন :Pegasus Spyware : পেগাসাস নিয়ে মনে একগুচ্ছ প্রশ্ন ? জেনে নিন কী বলছেন সাইবার বিশেষজ্ঞ

তাঁদের পাঠানো চিঠিতে 2018 সালের একটি মামলার কথাও উল্লেখ করেছেন প্রেরকরা ৷ মামলাটি হয়েছিল স্বপ্নীল ত্রিপাঠী এবং সুপ্রিম কোর্টের মধ্যে ৷ সেই মামলায় শীর্ষ আদালত রায় দিয়েছিল, জাতীয়স্তরে গুরুত্ব আছে, এমন মামলার ক্ষেত্রে শুনানির সরাসরি সম্প্রচার করা যেতে পারে ৷ দেশবাসীকে সেই মামলা সম্পর্কে ওয়াকিবহাল করতেই এই পদক্ষেপ করা যেতে পারে ৷ প্রসঙ্গত, ইদানীংকালে গুজরাত, কর্নাটক, ওড়িশা এবং মধ্যপ্রদেশে সংশ্লিষ্ট হাইকোর্টগুলিতে কিছু কিছু শুনানি চলাকালীন তা সরাসরি সম্প্রচার করা হয়েছে ৷ আদালতের অফিশিয়াল ইউটিউব চ্যানেলগুলিতেও শুনানি দেখানো হয় ৷ এমনকী, সেগুলি রেকর্ড করারও ব্যবস্থা রয়েছে ৷ এই ঘটনাগুলি উল্লেখ করে পেগাসাস মামলার শুনানির সরাসরি সম্প্রচারের আবেদন জানানো হয়েছে ৷

সব শেষে চিঠিতে প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলা হয়েছে, ‘‘জনস্বার্থে সুপ্রিম কোর্টের বিভিন্ন শুনানির সরাসরি সম্প্রচার হওয়া দরকার ৷ পেগাসাস মামলা দিয়েই না হয় সেটা শুরু করা হোক ৷’’

ABOUT THE AUTHOR

...view details