পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'হিংসায় কৃষক বিক্ষোভ দুর্বল হবে', কেন্দ্রকে দুষে নিন্দায় আপ - আপ

দিল্লিতে কৃষক বিক্ষোভে হওয়া হিংসার ঘটনার নিন্দা করল আম আদমি পার্টি। তাদের দাবি, এই ঘটনা অবশ্যই কিছুটা দুর্বল করে দিল কৃষকদের আন্দোলনকে। এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কেন্দ্রকেই দুষেছে তারা।

AP strongly condemns violence in farmers' tractor parade
'হিংসায় কৃষক বিক্ষোভ দুর্বল হবে', কেন্দ্রকে দুষে নিন্দায় আপ

By

Published : Jan 26, 2021, 6:53 PM IST

দিল্লি, 26 জানুয়ারি: কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার ঘটনার তীব্র নিন্দা করল আম আদমি পার্টি। পরিস্থিতি এতটা খারাপ হওয়ার জন্য অবশ্য কেন্দ্রীয় সরকারকেই দুষেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তাদের দাবি, এতদিন ধরে শান্তিপূর্ণ পথে চলা কৃষক আন্দোলনকে এই হিংসার ঘটনা অবশ্যই কিছুটা দুর্বল করে দিল।

মঙ্গলবার বিবৃতি দিয়ে আপের তরফে জানানো হয়েছে, ''আজকের বিক্ষোভে হিংসার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। কেন্দ্রীয় সরকার যে পরিস্থিতির এতটা অবনতি হতে দিল, সেটা খুবই দুঃখজনক। গত দু'মাস ধরে বিক্ষোভ শান্তিপূর্ণ পথেই চলেছে।''

বিবৃতিতে আরও বলা হয়েছে, ''কৃষক নেতারা জানিয়েছেন, যাঁরা আজ হিংসায় ইন্ধন দিয়েছেন, তাঁরা এই আন্দোলনের অংশ নন। তাঁরা বহিরাগত। তাঁরা যে-ই হোন, হিংসা নিঃসন্দেহে এতদিন পর্যন্ত শান্তিপূর্ণ পথে চলা আন্দোলনকে দুর্বল করে দিল।''

আরও পড়ুন: লাইভ : রাজধানীতে তাণ্ডব, নিরাপত্তা নিয়ে বৈঠকে অমিত শাহ

26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে ঘিরে সতর্ক ছিল দিল্লি পুলিশ। তবে যে এলাকায় মিছিলের অনুমতি ছিল না, সেখানেও এ দিন কৃষকরা ট্র্যাক্টর নিয়ে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ পুলিশের সঙ্গে বাঁধে খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীদের একাংশ লালকেল্লায় পৌঁছে সেখানে তাদের পতাকাও তুলে দেয়৷ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে দিল্লির কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে৷ দিল্লি মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়৷ উদ্ভূত পরিস্থিতিতে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৈঠকে রয়েছেন দিল্লির শীর্ষস্তরের নিরাপত্তা ও পুলিশ আধিকারিকরা৷

ABOUT THE AUTHOR

...view details