অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 21 অক্টোবর: মার্গদর্শী চিটফান্ড মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ধাক্কা খেল সেখানকার রাজ্য সরকার এবং পুলিশ ৷ সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সরকার এবং পুলিশের তরফে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল, সেই আবেদন খারিজ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ মূলত, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মার্গদর্শী চিটফান্ডের তিনটি শাখার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখার নির্দেশ দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল পুলিশ ও রাজ্য সরকার ৷ কিন্তু, তাদের আবেদন খারিজ করে সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তই বজায় রাখল হাইকোর্ট ৷
শুক্রবার ডিভিশন বেঞ্চ জানায়, সরকার এবং পুলিশের আবেদন গ্রহণযোগ্য নয় ৷ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, মার্গদর্শী চিটফান্ড মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতির দেওয়া অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আবেদন কখনই ফৌজদারি আইনের ভিত্তিতে হতে পারে না ৷ পাশাপাশি, ডিভিশন বেঞ্চ এও স্পষ্ট করে দিয়েছে যে, এই মামলায় পরবর্তী কোনও আবেদন করতে হলে, তা সরাসরি সিঙ্গল বেঞ্চেই হবে ৷ এমনকি ডিভিশন বেঞ্চ আশা করছে, মূল মামলাটি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি দ্রুত শুনানি করবেন ৷