হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: গ্রেফতার হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ শনিবার ভোর 6টায় অন্ধ্রপ্রদেশের নানদয়াল থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্য সিআইডি ৷ পেশাগত দক্ষতার উন্নয়নমূলক মামলায় দুর্নীতির অভিযোগ রয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর বিরুদ্ধে ৷ তিনি তেলগু দেশম পার্টি বা টিডিপি'র প্রধান ৷ নানদয়ালের আর কে হলে চন্দ্রবাবু নায়ডুর বাসস্থান থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি ৷ তাঁর ছেলে নারা লোকেশও সেই সময় ঘটনাস্থলেই ছিলেন বলে জানা গিয়েছে ৷
হেফাজতে যাওয়ার আগে চন্দ্রবাবু নায়ডু সংবাদসংস্থা এএনআইকে বলেন, "আমি কোনও দুর্নীতি করিনি ৷ গ্রেফতার করার আগে সিআইডি আমাকে কিছু জানায়নি ৷ আমি তাঁদের প্রমাণ দেখাতে বলেছিলাম ৷ কিন্তু তাঁরা তা দেখাতে অস্বীকার করে ৷ কোনও যথার্থ কারণ ছাড়াই এফআইআরে আমার নাম রয়েছে ৷"
চন্দ্রবাবুর গ্রেফতারির আগে তাঁর বাড়ির আশপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ খবর পেয়ে টিডিপি নেতা এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ চন্দ্রবাবুর গ্রেফতারি নিয়ে পুলিশের সঙ্গে টিডিপি নেতা-কর্মীদের বচসা বাধে ৷ এমনকী ধাক্কাধাক্কিও হয় ৷ গ্রেফতারির কারণ নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ জানায়, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে ৷