চণ্ডীগড়, 13 নভেম্বর: বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য হল দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা ৷ ভারতের দিকে যারা খারাপ নজর দিচ্ছে তাদের যোগ্য জবাব দেওয়া হচ্ছে (Anyone casting evil eye on India is given befitting reply says Rajnath Singh) ৷ রবিবার এমনটাই জানিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তাঁর কথায়, "ভারত আর দুর্বল নেই ৷ আমরা শান্তিতে বিশ্বাসী ৷ কেউ আমাদের আঘাত করার চেষ্টা করলে তার যোগ্য জবাব পাবে ৷"
রবিবার হরিয়ানার ঝাজ্জরে যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজনাথ সিং ৷ সেখানে তিনি ভারতীয় সেনার বীরত্বের কথা তোলেন ৷ 2016 সার্জিকাল স্ট্রাইক, 2019 বালাকোট এয়ার স্ট্রাইকের কথা মনে করান রাজনাথ ৷ পূর্ব লাদাখের গালওয়ান প্রদেশে ভারতীয় সেনা যেভাবে চিনা সেনার আগ্রাসনের জবাব দিয়েছিল এদিন তাও স্মরণ করান রাজনাথ (Defence Minister Rajnath Singh) ৷