পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Virat Kohli : খারাপ সময়েও বিরাটে মজে অনুষ্কা, স্বামীর জন্মদিনে দিলেন স্পেশাল বার্তা - Virat Kohli Birthday

শুক্রবার 33-এ পা দিলেন বিরাট কোহলি ৷ শুভেচ্ছা জানিয়ে অনুষ্কা লিখলেন, ‘‘কঠিন মুহূর্তে তোমার থেকে ভাল কেউ নিজেকে তুলে ধরতে পারে না ৷’’

Virat Kohli
খারাপ সময়েও বিরাটে মজে অনুষ্কা, স্বামীর জন্মদিনে দিলেন স্পেশাল বার্তা

By

Published : Nov 5, 2021, 8:16 PM IST

দুবাই, 5 নভেম্বর : মরুশহর আমিরশাহীতে তাঁর নেতৃত্বে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের লড়াই চালাচ্ছে ভারতীয় দল ৷ প্রথম দু'ম্যাচ হেরে কোণাঠাসা ভারতীয় দল জয়ে ফিরেছে আফগানিস্তানের বিরুদ্ধে ৷ শুক্রবার সুপার 12-র চতুর্থ ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে স্কটল্যান্ড ৷ ঘটনাচক্রে এদিন আবার দলের অধিনায়কের জন্মদিন ৷ শুক্রবার 33-এ পা দিলেন বিরাট কোহলি ৷

আরও পড়ুন : T20 World Cup Live: জন্মদিনে টস জিতলেন বিরাট, স্কটিশদের বিরুদ্ধে ফিল্ডিং ভারতের

শেষ কয়েকদিন একেবারেই ভাল যায়নি বার্থ-ডে বয়ের ৷ মাঠের পারফর্ম্যান্সের প্রভাব সরাসরি পড়েছে তাঁর ব্যক্তিগত জীবনে ৷ সোশ্য়াল মিডিয়ায় ধর্ষণের হুমকির মুখে পড়েছে বিরুষ্কার দশ মাসের মেয়েও ৷ যদিও সেই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ দম্পতি ৷ স্বামীর জন্মদিনে অনুষ্কার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘কঠিন মুহূর্তে তোমার থেকে ভাল কেউ নিজেকে তুলে ধরতে পারে না ৷ তোমাকে যারা চেনে, তারা ভাগ্যবান ৷’’

আরও পড়ুন : আফগান-বধের নায়ক রোহিত-রাহুলকে ফুল মার্কস লিটল মাস্টারের

চলতি বিশ্বকাপের পরেই সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন নিতে চলেছেন 'দিল্লি বয়'৷ তার আগে দলনায়ক হিসেবে সর্বশেষ অ্যাসাইনমেন্টে খারাপ শুরু নিয়ে সমালোচনায় বিধ্বস্ত কোহলি ৷ ভারতের সেমিফাইনাল যাত্রায় প্রশ্নচিহ্ন পড়তেই 50 ওভারের ফর্ম্যাটেও তাঁর অধিনায়কত্ব নিয়ে অশনি সংকেত দেখা দিয়েছে ৷ কঠিন সময় ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ বরাবরই গতানুগতিকতার বাইরে গিয়ে শুভেচ্ছা জানাতে জুড়ি মেলা ভার নজফগড়ের নবাবের ৷ এদিন কোহলিকে বীরু লিখলেন, "কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না ৷ কঠিন মানুষেরা দীর্ঘস্থায়ী হয় ৷ এক প্রজন্মে এমন ক্রিকেটার একবারই জন্ম নেয় ৷ বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ বছরটা ভাল কাটুক ৷"

ABOUT THE AUTHOR

...view details