মুম্বই, 18 এপ্রিল : চড়া রোদ আর হাঁসফাঁস করা গ্রীষ্মে শরীর ঠান্ডা আম বাঙালির পছন্দের খাবার পান্তাভাত ৷ জল ছাঁকা ভাত, আলুমাখা, ছাঁচি পেঁয়াজ আর কাঁচালঙ্কা ৷ আহা, গ্রীষ্মের দুপুরে পাতে এ যেন স্বর্গ পাওয়া ৷ কিন্তু জানেন কি গ্রাম বাংলার মানুষের এই প্রিয় খাবার ঢুকে পড়েছে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার হেঁশেলে ৷ পান্তাভাতে রীতিমতো মজে গিয়েছেন বিরাট ঘরণী (Anushka ate Panta Bhat) ৷
শরীরে এত্তটুকু মেদ নেই ৷ মা হওয়ার পরও রীতিমতো তন্বী তিনি ৷ তবে চেহারা যাই হোক খেতে বরাবরই ভালবাসেন অনুষ্কা ৷ কড়া ডায়েটের মাঝেও পছন্দের খাবার চেখে দেখতে ভোলেন না ৷ অনুষ্কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই তা বোঝা যায় ৷