মুম্বই, 12 জানুয়ারি: সেলস ট্যাক্স বিভাগের নোটিশের বিরুদ্ধে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ সংবাদসংস্থা জানিয়েছে অনুষ্কার আবেদনটি শুনতে রাজি হয়েছে আদালত ৷ 6 ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি হবে ৷ জানা গিয়েছে, অনুষ্কার আবেদনের প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকেও তাদের জবাব দিতে বলেছে (Anushka Sharma appeals to Bombay HC) ৷
উল্লেখ্য, মুম্বইয়ের মাজগাঁওয়ের সেলস ট্যাক্স বা বিক্রয় কর বিভাগ থেকে নোটিশ পাঠানো হয়েছে অনুষ্কাকে ৷ সেখানে বলা হয়েছে 2012-13 ও 2013-14 অর্থবর্ষে ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্যযুক্ত কর) বাবদ কর বকেয়া রয়েছে এই অভিনেত্রীর ৷ যদিও অনুষ্কা শর্মার আইনজীবীর দাবি, বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করে ও অনুষ্ঠান সঞ্চালনা করে তাঁর যে আয় হয়েছিল তার ভুল হিসেব করে এই নোটিশ পাঠানো হয়েছে সেলস ট্যাক্স বিভাগের তরফ থেকে ৷ 2012-13 অর্থবর্ষের জন্য অভিনেত্রীকে সুদ সমেত 1.2 কোটি টাকার ও 2013-14 সালের জন্য 1.6 কোটি টাকা বকেয়ার নোটিশ পাঠানো হয়েছে (sales tax dept proceedings against Anushka Sharma) ৷