নয়াদিল্লি, 3 মার্চ:বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের ভাবমূর্তি নষ্ট করাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির স্বভাব ! শুক্রবার ঠিক এভাবেই তাঁর সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর (Anurag Thakur hits back Rahul Gandhi) ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় ফের একবার পেগাসাস (Pegasus Spyware Controversy) ইস্যুতে সরব হন রাহুল ৷ যা নিয়ে ইতিমধ্যেই তাঁকে নিশানা করতে শুরু করেছে গেরুয়া শিবির ৷ সেই প্রেক্ষিতেই এদিন রাহুলকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করতে শোনা যায় অনুরাগ ঠাকুরকে ৷
কেমব্রিজের বক্তৃতায় রাহুল গান্ধি দাবি করেন, ভারতের মোদি সরকার তাঁর ফোনে দিনের পর দিন আড়ি পেতেছে ৷ ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে এভাবেই তাঁর উপর বেআইনি নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ করেন রাহুল ৷ তাঁর দাবি, শুধুমাত্র তিনি নন ৷ পেগাসাসের কবলে পড়ে নিজেদের ব্যক্তি স্বাধীনতার অধিকার হারিয়েছেন আরও অনেক ভারতীয় নাগরিক ! যা দেশের গণতন্ত্রের পক্ষে শুভ নয় বলেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন রাহুল গান্ধি ৷
রাহুলের এই বক্তব্য প্রকাশ্য়ে আসার পর থেকেই তেলে-বেগুনে জ্বলছেন বিজেপি নেতারা ৷ কংগ্রেস নেতাকে আক্রমণ করতে সমবেতভাবে আসরে নেমেছেন তাঁরা ৷ অনুরাগ ঠাকুরের বক্তব্য হল, "পেগাসাস শুধুমাত্র ওঁর (রাহুল গান্ধির) মাথায় রয়েছে ৷ অন্য আর কোথাও নেই !" অর্থাৎ, অনুরাগের বক্তব্য, পেগাসাস নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করেছেন রাহুল ৷ যার কোনও ভিত্তি নেই ৷ কিন্তু, সেই ভিত্তিহীন ধারণাই বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি ৷ আর তাতে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷