নয়াদিল্লি, 23 জুলাই:মণিপুরে জাতিগত হিংসার জের আছড়ে পড়েছে সংসদের অধিবেশনেও ৷ বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই চরম অচলাবস্থা দেখা যায় ৷ সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির পাশাপাশি একাধিক দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে বারবার বন্ধ হয়ে গিয়েছে সংসদের উভয় কক্ষের অধিবেশন ৷ এবার কার্যত হাত জোর করে বিরোধী দলগুলিকে মণিপুর ইস্যুতে সংসদে বিতর্কে যোগ দেওয়ার আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ বিরোধীদের দাবি, তাদের দাবির কাছেই কার্যত নতি স্বীকার করল সরকার ৷
রবিবার অনুরাগ ঠাকুর বলেন, "বিরোধীদের কাছে হাত জোড় করে আবেদন করছি তারা মণিপুর ইস্যুতে সংসদে আলোচনায় অংশগ্রহণ করুক ৷" উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের বিষয়টিকে রাজনীতিকরণ না করার জন্যও বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ অন্যদিকে, মণিপুর পরিস্থিতি নিয়ে সোমবার সংসদে যৌথ বিক্ষোভের পরিকল্পনা করেছে বিরোধী দলগুলো। তারা এই বিষয়ে আলোচনা শুরু করার আগে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও দাবি করেছে।
যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর ইস্যুতে সংসদে বিবৃতি দেবেন। অনুরাগ ঠাকুর বলেন, "নারীর বিরুদ্ধে নৃশংসতা বেদনাদায়ক ৷ নির্যাতিতরা যে রাষ্ট্রেরই হোক না কেন। এই ধরনের ঘটনা রোধ করা রাষ্ট্রের দায়িত্ব।" তিনি আরও জানান, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ এবং মণিপুরের মতো রাজ্যেও যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে, সে বিষয় নিয়েও সংসদে আলোচনায় আগ্রহী সরকার।