পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভুবনেশ্বরে মৃত্যু জেলবন্দী আইকোর কর্তা অনুকূল মাইতির - মৃত্যু হল আইকোর কর্তা অনুকূল মাইতির

জেলে এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন অনুকূল ৷ বার কয়েক হাসপাতালেও ভরতি করতে হয় ৷ শনিবার রাতে ফের অসুস্থ হন ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

Anukul Maity
Anukul Maity

By

Published : Nov 8, 2020, 4:41 PM IST

ভুবনেশ্বর, 8 নভেম্বর : ভুবনেশ্বরের জেলে মৃত্যু হল আইকোর কর্তা অনুকূল মাইতির ৷ বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে ৷ অভিযোগ, ওই চিট ফান্ড সংস্থার নাম করে বাজার থেকে কোটি কোটি তোলেন অনুকূল ৷

2015 সালে CID গ্রেপ্তার করেছিল আইকোর কর্তাকে ৷ পূর্ব মেদিনীপুরের চিটফান্ড সংস্থার মালিককে এরপর CBI নিজেদের হেপাজতে নেয় ৷ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও ওড়িশার কয়েক লাখ লগ্নিকারীর থেকে 3000 হাজার কোটি টাকা তুলে অনূকূল তা আত্মসাৎ করেন বলে অভিযোগ ৷ পরে একই মামলায় অনুকূলের স্ত্রী কণিকা মাইতিকেও গ্রেপ্তার করে CBI ৷ মূলত ওড়িশার লগ্নিকারীদের অভিযোগের ভিত্তিতে মামলা করেছিল CBI ৷ গ্রেপ্তারের পর অনুকূলকে ওড়িশায় নিয়ে যাওয়া হয় ৷ ভুবনেশ্বরের ঝারপড়া কারগারে বন্দি ছিলেন ৷ সেখানেই মৃত্যু হল আইকোর কর্তার ৷

জেলে এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন অনুকূল ৷ বার কয়েক হাসপাতালেও ভরতি করতে হয় ৷ শনিবার রাতে ফের অসুস্থ হন ৷ ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ জানা গিয়েছে, তিনি ডায়াবিটিসে ভুগছিলেন ৷ ইতিমধ্যে অনুকূলের স্ত্রী কণিকাকে খবর দিয়েছে ওড়িশার কারা কর্তৃপক্ষ ৷ যিনি কদিন আগে জামিনে মুক্ত হন ৷ অনুকূল মাইতির পরিবার সূত্রে জানা গিয়েছে, একই সময় কটক হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন অনুকূলও ৷ কিন্তু জামিনের শর্তের বন্ডের টাকা দিতে না পারায় ছাড়া পাননি তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details