পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Antony Blinken India Visit: ভারতে সফরে মার্কিন বিদেশ সচিব, কথা রাজনাথ-জয়শংকরের সঙ্গে

প্রতিরক্ষা সচিবকে সঙ্গে নিয়ে ভারত সফরে এলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি এসে পৌঁছেছেন বাইডেন প্রশাসনের এই শীর্ষ কর্তা। দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলবেন তিনি।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 8:30 AM IST

Updated : Nov 10, 2023, 11:43 AM IST

নয়াদিল্লি,10 নভেম্বর:ভারতে এলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে সঙ্গে নিয়ে ব্লিক্লেনের এই সফর নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার গভীর রাতে ভারত সফরে আসা ব্লিঙ্কেনের মূল লক্ষ্য ভারতের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করা। প্রতি বছর দুটি দেশের এই দুটি গুরুত্বপূর্ণ দতরের মধ্যে বৈঠক হয়ে থাকে। তবে সময়ের বিচারে এবারের বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে। ভারতের তরফে সম্মেলনে অংশ নেবেন বিদেশ মন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

মার্কিন বিদেশ সচিবের আসার খবর টুইট করে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। এক্স হ্যান্ডেলে তিনি জানান, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন দিল্লিতে এসে পৌঁছেছন। তাঁকে ভারতের তরফে স্বাগত জানানো হয়েছে। ভারতের দুই মন্ত্রীর সঙ্গে কথা বলবেন ব্লিঙ্কেন।

প্রায় একমাসেরও বেশি সময় ধরে চলছে ইজরায়েল-হামাসের যুদ্ধ। এমনই আবহে কূটনৈতিক মহলে ভারতের অবস্থান কী হতে চলেছে তা সবদিক থেকেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যুদ্ধের একদম প্রথম থেকে ইজরায়েলের পাশে থেকেছে আমেরিকা। ঠিক সেই পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের দুই শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক মহলে স্পষ্ট বার্তা দিতে চাইছে ভারত। এমনিতে ইজারায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্যদিকে, এখনই থামছে না যুদ্ধ। যুদ্ধ বিরতির কথা ভাবছে না ইজরায়েল। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন মানবিক কারণ দেখিয়ে যুদ্ধ আপাতত বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন। তাতে ইজরায়েল আগ্রহ দেখাযনি। নিজেদের অবস্থান স্পষ্ট করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান,যুদ্ধে বিরতি দেওয়ার কোনও ভাবনা তাঁদের নেই। যতক্ষণ না পর্যন্ত হামাস ইজরায়েলি বন্দিদের মুক্ত করবে ততক্ষণ যুদ্ধ চলবে।

যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রস্তাবও পেশ হয়েছে। জর্জনের আনা সেই প্রস্তাবে ভোট দেয়নি ভারত। তবে অধিকাংশ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় তা পাশ হয়েছে । ভারত ভোট না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে বিভিন্ন বামদল। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে সিপিআই নেতা ডি রাজারা মনে করেন এই সিদ্ধান্ত থেকেই প্রমাণিত হয় বিদেশ নীতির প্রশ্নে আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করেছে ভারত।

আরও পড়ুন:

1ইজরায়েলে হামাসের হামলা, জঙ্গিগোষ্ঠীর অস্ত্রসম্ভারের ভিডিয়ো প্রকাশ আইডিএফের

2সাময়িক বিরতি নাকি যুদ্ধবিরতি, দ্বিধায় আটকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ

3ভারত-কানাডা সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিশ্বের পরিস্থিতি নিয়ে বৈঠক জয়শংকর ও ব্লিংকেনের

Last Updated : Nov 10, 2023, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details