নয়াদিল্লি,10 নভেম্বর:ভারতে এলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে সঙ্গে নিয়ে ব্লিক্লেনের এই সফর নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার গভীর রাতে ভারত সফরে আসা ব্লিঙ্কেনের মূল লক্ষ্য ভারতের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করা। প্রতি বছর দুটি দেশের এই দুটি গুরুত্বপূর্ণ দতরের মধ্যে বৈঠক হয়ে থাকে। তবে সময়ের বিচারে এবারের বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে। ভারতের তরফে সম্মেলনে অংশ নেবেন বিদেশ মন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
মার্কিন বিদেশ সচিবের আসার খবর টুইট করে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। এক্স হ্যান্ডেলে তিনি জানান, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন দিল্লিতে এসে পৌঁছেছন। তাঁকে ভারতের তরফে স্বাগত জানানো হয়েছে। ভারতের দুই মন্ত্রীর সঙ্গে কথা বলবেন ব্লিঙ্কেন।
প্রায় একমাসেরও বেশি সময় ধরে চলছে ইজরায়েল-হামাসের যুদ্ধ। এমনই আবহে কূটনৈতিক মহলে ভারতের অবস্থান কী হতে চলেছে তা সবদিক থেকেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যুদ্ধের একদম প্রথম থেকে ইজরায়েলের পাশে থেকেছে আমেরিকা। ঠিক সেই পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের দুই শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক মহলে স্পষ্ট বার্তা দিতে চাইছে ভারত। এমনিতে ইজারায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্যদিকে, এখনই থামছে না যুদ্ধ। যুদ্ধ বিরতির কথা ভাবছে না ইজরায়েল। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন মানবিক কারণ দেখিয়ে যুদ্ধ আপাতত বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন। তাতে ইজরায়েল আগ্রহ দেখাযনি। নিজেদের অবস্থান স্পষ্ট করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান,যুদ্ধে বিরতি দেওয়ার কোনও ভাবনা তাঁদের নেই। যতক্ষণ না পর্যন্ত হামাস ইজরায়েলি বন্দিদের মুক্ত করবে ততক্ষণ যুদ্ধ চলবে।