পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লস্কর-ই-তইবা'য় নিয়োগকারী সন্দেহে গ্রেপ্তার জম্মু-কাশ্মীরের শিক্ষক - NIA

পাকিস্তানে ঘাঁটি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ৷ কিন্তু খবরের শিরোনামে থাকা এই সংগঠনে সদস্য নিয়োগ করা হয় ভারতের জম্মু-কাশ্মীর থেকে ৷ ছড়িয়ে রয়েছে নিয়োগকর্তারা ৷ গতকাল সেই অভিযোগে জম্মু-কাশ্মীরের এক শিক্ষককে গ্রেপ্তার করল এনআইএ ৷

লস্কর-ই-তইবা-র সঙ্গে যোগাযোগে গ্রেপ্তার শিক্ষক
লস্কর-ই-তইবা-র সঙ্গে যোগাযোগে গ্রেপ্তার শিক্ষক

By

Published : Apr 16, 2021, 4:13 PM IST

শ্রীনগর, 16 এপ্রিল: পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (এলইটি)-তে সদস্য নিয়োগে জড়িত থাকার অভিযোগে একজন শিক্ষককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর কাশ্মীরে ৷

জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার বাসিন্দা আলতফ আহমদ রেদার ৷ গত বছর পশ্চিমবঙ্গে একটি মামলায় তানিয়া পারভিন নামে এক মহিলাকে জঙ্গি-যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় ৷ তাঁর কাছ থেকেই পুলিশ আলতফের কথা জানতে পারে ৷ এর পরে তাঁর খোঁজ করতে থাকে গোয়েন্দা সংস্থা, জানিয়েছেন সংস্থার মুখপাত্র ৷

আরও পড়ুন: তাজ দর্শনে করোনার কোপ, বন্ধ অন্য স্মৃতিসৌধও

তাঁর কথায়, 'তদন্তে জানা গিয়েছে রেদার বান্দিপোরায় একজন শিক্ষক আর এলইটি সংগঠনের পৃষ্ঠপোষক ৷ সোশ্যাল মিডিয়ায় পারভিনের সঙ্গে তাঁর যোগাযোগ হয় ৷ তিনিই পারভিনকে এলইটি সদস্য হিসেবে নিযুক্ত করেন ৷ ভারতে 'জিহাদ' সংঘর্ষের ষড়যন্ত্রকে জোরদার করতে তরুণদের উৎসাহিত করে দলে নিযুক্ত করার দায়িত্ব দেন পারভিনকে ৷ এর মূল ঘাঁটি পাকিস্তানে ৷'

গত বছর গ্রেপ্তারির পর পারভিনের বিরুদ্ধে উত্তর 24 পরগনার বাদুরাই পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির বেআইনি কাজে জড়িত থাকা-সহ আরও নানা অভিযোগে আর ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়, জানান তিনি ৷

এনআইএ 2020-র 5 এপ্রিল মামলাটি ফের রেজিস্টার করে রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার নিয়ে নেয় ৷ সংস্থার মুখপাত্র জানিয়েছেন ইতিমধ্যে পারভিনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়েছে আর এই মামলাটির তদন্ত চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details