পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Drugs Seized in Mumbai: মুম্বইয়ে বাজেয়াপ্ত 4.9 কোটি টাকার মাদক, গ্রেফতার নাইজেরিয়ার নাগরিক-সহ 2

কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নারকোটিক সেল ৷ সেই সঙ্গে 26 বছরের এক যুবক এবং নাইজেরিয়ার এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 1:15 PM IST

Updated : Nov 11, 2023, 1:30 PM IST

মুম্বই, 11 নভেম্বর: মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নারকোটিকস সেল (এএনসি) দু’টি পৃথক অভিযানে প্রায় 4.90 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে ৷ অ্যান্টি-নারকোটিকস সেলের ঘাটকোপার ইউনিট বিশেষ অভিযান চালিয়ে শাহরুখ সামসুদ্দিন শেখ নামে 26 বছরের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৷ অন্য একটি অভিযানে দাহিসর থেকে কলিন ইমান্যুয়েল নামে এক নাইজেরিয়ানকে গ্রেফতার করেছেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নারকোটিকস সেলের আধিকারিকরা ৷

পুলিশ সূত্রে খবর, অ্যান্টি-নারকোটিকস সেলের ঘাটকোপারের ইনচার্জ লতা সুতারের কাছে খবর ছিল, ধারাভিতে মাদক পাচারকারীরা একটি কনসাইনমেন্ট নিয়ে আসছে ৷ সেখানে বিপুল পরিমাণ মাদকের লেনদেন হবে ৷ গোপন তথ্যের ভিত্তিতে ঘাটকোপার ইউনিট একটি ফাঁদ পাতে ৷ দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করার পর এক সন্দেহভাজন যুবককে ধারাভিতে ঘোরাফেরা করতে দেখেন আধিকারিকরা ৷ অ্যান্টি-নারকোটিকস সেলের আধিকারিকরা ওই যুবকের কাছে যায় এবং তাকে আটক করে তল্লাশি চালায় ৷

তল্লাশিতে তার কাছ থেকে মোট 740 গ্রাম মাদক উদ্ধার হয়েছে ৷ তার মধ্যে 500 গ্রাম হাইড্রো উইড বাজেয়াপ্ত হয়েছে ৷ তদন্তকারীরা জিজ্ঞাসাবাদে জানতে পারেন, ওই মাদক কারবারির নাম শাহরুখ সামসুদ্দিন শেখ ৷ জেরায় গোয়েন্দাদের সে জানায়, তার বাড়িতে আরও 4 কেজি 240 গ্রাম এমডি ড্রাগস রয়েছে ৷ শাহরুখের বাড়িতে হানা দিয়ে সেই মাদক বাজেয়াপ্ত করা হয় ৷ সেখানে একটি বৈদ্যুৎতিক ওজন মেশিনও ছিল ৷ সেটি ব্যবহার করে মাদক ওজন করা হত ৷

অন্যদিকে, অ্যান্টি-নারকোটিকসের কান্দিভালি ইউনিট খবর পায়, নাইজেরিয়ার এক নাগরিক দাহিসরের একটি রেস্তোরাঁর সামনে মেফেড্রোন নামক মাদক বিক্রি করতে আসবে ৷ সেই তথ্য অনুযায়ী, রাতেই অভিযানে নামে কান্দিভালি ইউনিট ৷ সেখানে পৌঁছে ওই নাইজেরিয়ানকে মাদক-সহ গ্রেফতার করেন গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, তার কাছ থেকে 75 গ্রাম মেফেড্রোন বা এমডি পাওয়া গিয়েছে ৷

উদ্ধার হওয়া ওই মাদকের বাজারমূল্য 15 লক্ষ টাকা ৷ অ্যান্টি-নারকোটিকস সেলের আধিকারিকরা জানিয়েছেন, গ্রেফতার হওয়া এই নাইজেরিয়ার নাগরিকআগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িে পড়েছিল ৷ মাদক পাচার আইনে মালাড পুলিশ তাকে গ্রেফতার পর্যন্ত করেছিল ৷ মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার প্রকাশ যাদব জানিয়েছেন, ওই নাইজেরিয়ান গত 2014 সাল থেকে ভারতে বসবাস করছে ৷ এবার আবারও তাঁকে গ্রেফতার করা হল।

আরও পড়ুন:

  1. রাজস্থান থেকে নিষিদ্ধ মাদক পাচার বঙ্গে! 60 লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধারে ধৃত তিন
  2. কাঁধের ব্যাগে 70 লক্ষের হেরোয়িন ! হাজতে তরুণী
Last Updated : Nov 11, 2023, 1:30 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details