নয়াদিল্লি, 8 মে : করোনা সংক্রমণ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ ড্রাগ কন্ট্রোলার ৷ তারা সিদ্ধান্ত নিয়েছে যে করোনা রোগীদের এবার থেকে ডিআরডিও-র তৈরি করা ওষুধ দেওয়া যাবে ৷ তবে জরুরি ভিত্তিতে এই ওষুধ ব্যবহার করতে হবে ৷
জানা গিয়েছে যে এই ওষুধটি ডিআরডিও-র গবেষণাগার ও হায়দরাবাদে ড. রেড্ডির গবেষণাগারে তৈরি করা হয়েছে ৷ 2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (2-ডিজি) ৷ এই ওষুধটি পাউডার হিসেবে পাওয়া যাবে ৷ আর জলে গুলে ওষুধ খাওয়াতে হবে করোনা আক্রান্তদের ৷
এই ওষুধকেই ছাড়পত্র দিয়েছে দ্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ৷ ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই তারা এই ওষুধ ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ৷ জানা গিয়েছে যে এই ওষুধে যে মলিকিউল আছে তা হাসপাতালে ভর্তি রোগীদের সুস্থ করতে সাহায্য করছে এবং অক্সিজেনের জন্য নির্ভর করা সাপ্লিমেন্টও কমানো যাবে রোগীর ক্ষেত্রে ৷
আরও পড়ুন :টিকার জন্য হাহাকার, কিন্তু ভ্যাকসিন বাজেটের মাত্র 14 শতাংশ খরচ কেন্দ্রের
গত বছর মে মাস থেকে অক্টোবরের মধ্যে এই ওষুধের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হয় ৷ 110 জন রোগীর উপর পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হয় এই ওষুধ ৷ তখনই করোনা আক্রান্তের জন্য এই ওষুধের উপকারিতা সামবে আসে বলে জানা গিয়েছে ৷ এর পরও আরও একবার ট্রায়াল দেওয়া এই ওষুধের ৷