ইটানগর, 2 জুলাই : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইউপিএ এবং এনআইএ-র অপপ্রয়োগের অভিযোগ তুলে সরব হলেন অখিল গগৈ (Akhil Gogoi) ৷ অসমের বিধায়কের সাফ কথা, এই অপপ্রয়োগের প্রমাণ তিনি নিজেই ৷ উল্লেখ্য, তাঁর বিরুদ্ধেও ইউএপিএ-র দু’টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ 2019 সালে অসমের সিএএ আন্দোলনে হিংসাত্মকভাবে যোগদানের জন্য তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয় ৷ শুরু হয় মামলা ৷ প্রায় দেড় বছর বন্দি থাকার পর অবশেষে বৃহস্পতিবার মুক্তি পান তিনি ৷ এনআইএ-র বিশেষ আদালত অখিল এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দেয় ৷ তাঁদের বেকসুর খালাস করে গুয়াহাটির ওই আদালত ৷
আরও পড়ুন :anti-CAA movement : ইউএপিএ-তে বন্দি অখিল গগৈ দেড় বছর পর বেকসুর খালাস
অখিলের অভিযোগ, এনআইএ (National Investigation Agency) কোনও তদন্তকারী সংস্থা নয় ৷ বস্তুত, সেটি একটি রাজনৈতিক অস্ত্র ৷ যা কেন্দ্রীয় সরকার বিরোধীদের বিপাকে ফেলার জন্য ব্যবহার করে ৷ শুক্রবার শিবসাগরের নির্দল বিধায়ক অখিল বলেন, ‘‘এনআইএ বিশেষ আদালতের এই রায় ঐতিহাসিক ৷ যাঁদের বিরুদ্ধে অন্যায়ভাবে ইউএপিএ ব্যবহার করা হয়েছে, তাঁদের সকলের মামলার ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷’’