পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Recipe: অন্যরকম ভাবে বানান ডিম পেঁয়াজ পোস্ত

পোস্ত ভালোবাসেন ? ঘরেই বানান ডিম পেঁয়াজ পোস্ত (Recipe) ৷

Recipe
ঘরেই বানান ডিম পেঁয়াজ পোস্ত

By

Published : Dec 2, 2022, 10:36 PM IST

হায়দরাবাদ: পোস্তর কদর বাঙালির সবসময় বেশি ৷ আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পেঁয়াজ পোস্ত, পোস্তর বড়া, পোস্ত বাটা বাঙালির হিট ৷ পোস্ত বাঙাল-ঘটি সবার প্রিয় পোস্ত ৷ পোস্তর আমরা অনেক রকম পদ খেয়ে থাকি তবে এইবার একটু অন্যরকম বানিয়ে নিয়ে খাওয়া যায় ৷ ডিম পেঁয়াজ পোস্ত তবে এটি অন্যরকম ৷ জেনে নিন কীভাবে বানাবেন এই ডিম পেঁয়াজ পোস্ত (Recipe) ৷

উপকরণ:

সেদ্ধ ডিম- 4টি

পেঁয়াজ কুঁচি- 1টা বড়

টমেটো কুঁচি- 1টা

আদা বাটা- হাফ চা চামচ

হলুদ গুঁড়ো- পরিমাণমতো

কাঁচা লঙ্কা বাটা- এক চামচ

পোস্ত বাটা- 2 টেবিল চামচ

নুন- স্বাদ অনুযায়ী

সরষের তেল- পরিমাণমতো

শুকনো লঙ্কা- 2 টো

তেজপাতা- 2টো

ধনে পাতা কুঁচি- পরিমাণ অনুযায়ী সামান্য ৷

আরও পড়ুন:বাড়ি্তেই বানান ডিমের সুস্বাদু মালাইকারি

পদ্ধতি

গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা তেল দিন । তাতে হলুদ মাখানো ডিমগুলি হালকা করে ভেজে তুলে নিন । এবার শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সামান্য ভেজে পেঁয়াজ ও টমেটো কুঁচি দিয়ে ভেজে নিন ভালোভাবে । এরপর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন । পরিমাণমতো জল, নুন ও পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন । এরপর আঁচ কমিয়ে 10 মিনিট রান্না হতে দিন । এরপর ভাজা ডিমগুলি দিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন । আরও মিনিট পাঁচেক সিমে রেখে দিন । এর পর 5 মিনিট পর উপর থেকে ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন । গরম গরম পরিবেশন করুন ডিম পেঁয়াজ পোস্ত ৷

ABOUT THE AUTHOR

...view details