মুম্বই, 29 ডিসেম্বর: তিনি মোদি বিরোধী 'ইন্ডিয়া' জোটের গুরুত্বপূর্ণ মুখ ৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সঙ্গে তাঁর সখ্যতাও বহুবার আলোচনায় এসেছে ৷ 24’র লোকসভা নির্বাচনের আগে ফের একবার সেই সখ্যতার ছবি ধরা পড়ল ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে শরদ পাওয়ার তাঁর 'সিলভার ওকসে' শিল্পপতি গৌমত আদানির সঙ্গে বৈঠকে করেছেন বলে খবর ৷ যে বৈঠকে মারাঠা রাজনীতির 'গ্র্যান্ড ওল্ড ম্যান' ছাড়াও, তাঁর মেয়ে সুপ্রিয়া সুলেও হাজির ছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে, দু’জনের বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি ৷
উল্লেখ্য, সম্প্রতি মগচ্যাচ শনিওয়ার বারামতিতে এনসিপি সুপ্রিমো আদানি গোষ্ঠীর চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন ৷ আর তার ঠিক পরপরই দু’জনের এই সাক্ষাৎ আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে জল্পনা বাড়াল ৷ এর পিছনে দু’টি কারণ রয়েছে, 'ইন্ডিয়া' জোটের অন্যতম দুই সদস্য কংগ্রেস ও উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠীর 'গুড বুকে' নেই আদানি ৷ কংগ্রেস এই মুহূর্তে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরোধিতা ইস্যুতে আদানিদের থেকে কয়েক ক্রোশ দূরে ৷ আর একনাথ শিন্ডের শিবসেনা-বিজেপি জোট সরকার মুম্বইয়ের ধারাভি পুনর্গঠনের দায়িত্ব আদানি গোষ্ঠীকে দিয়েছে ৷ শুরু থেকে যার বিরোধিতা করে আসছে উদ্ধব গোষ্ঠী ৷
তবে, শরদ পাওয়ার শুরু থেকেই তাঁর দু’হাতে সবরকম রাজনৈতিক সমীকরণকে গুছিয়ে রাখার চেষ্টায় রয়েছেন ৷ উল্লেখ্য, পাওয়ারের এনসিপি, ঠাকরে গোষ্ঠীর শিবসেনা ও কংগ্রেস মহারাষ্ট্রে মহাবিকাশ আগাধির অংশ ৷ আর সেই ক্ষেত্রে গৌতম আদানির সঙ্গে নিজের বাড়িতে পাওয়ারের বৈঠক নতুন করে বিরোধী জোটে বিতর্ক ও জল্পনা দুই বাড়িয়েছে ৷ যে বৈঠক নিয়ে ইতিমধ্যে সমালোচনাও শুরু হয়েছে দু’পক্ষকে নিয়ে ৷ তবে, রাজনৈতিক মতাদর্শ এবং অন্যান্য মতপার্থক্যের বাইরে শরদ পাওয়ার সবসময়ই গৌতম আদানি এবং তাঁর সংস্থার প্রশংসক থেকেছেন ৷ এর অন্যতম কারণ, দেশের শিল্পক্ষেত্রে বিকাশ ৷
এ নিয়ে শরদ পাওয়ার একাধিকবার কংগ্রেস ও রাহুল গান্ধির আদানি গোষ্ঠীর প্রতি কঠোর মনোভাবের সমালোচনা প্রকাশ্যে করেছে ৷ যার প্রভাব বিরোধী 'ইন্ডিয়া' জোটেও পড়েছে বলে খবর ৷ কিন্তু, তাতে শরদ পাওয়ারের যে কিছু যায় আসে না, তা আরও একবার স্পষ্ট হল ৷ বরং, তাঁর সঙ্গে গৌতম আদানির নৈকট্য সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছে ৷ ধারাভি পুনর্গঠন ইস্যুতে শরদ পাওয়ারের জোট সঙ্গী ঠাকরে শিবিরের বিরোধিতার শিকার হয়েছে আদানি গোষ্ঠী ৷ উদ্ধব ঠাকরের শিবসেনা আদানি গোষ্ঠীর বিরোধিতায় মুম্বইয়ের রাস্তায় মিছিলও করে ৷ সেই সংস্থার চেয়ারম্যানের সঙ্গে এনসিপি সুপ্রিমোর নিজের বাড়িতে বৈঠক বাড়তি মশলা যোগ করল আসন্ন লোকসভা নির্বাচনের আগে ৷
আরও পড়ুন:
- আদানি ইস্যুতে জেপিসি চান না বলেও অবস্থান বদলের ইঙ্গিত শরদের
- আদানি ও মেহুল বিজেপির সবচেয়ে ভালো বন্ধু, কটাক্ষ মমতার
- 'আনমাস্কিং আদানি'! হিন্ডেনবার্গের আগে সরব হয়েছিলেন বাঙালি সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা