পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেঙ্গালুরুতে ফের লকডাউন? ''হ্যাঁ, কোভিড নিয়ম না-মানলে''

বেঙ্গালুরুতেও বাড়ল কোরোনাভাইরাসের সংক্রমণ। আর সেখানেও মানুষের মধ্যে নিয়ম মানার ব্যাপারে শিথিলতা দেখা গিয়েছে। বেঙ্গালুরুর পৌরনিগমের প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোভিড নিয়ম না-মানলে ফের লকডাউন ঘোষণা করা হবে।

Another Lockdown In Bengaluru? Yes, If You Don't Follow Rule, says Civic Body
বেঙ্গালুরুতেও ফের লকডাউন? ''হ্যাঁ, কোভিড নিয়ম না-মানলে''

By

Published : Feb 23, 2021, 7:51 AM IST

বেঙ্গালুরু, 23 ফেব্রুয়ারি: মহারাষ্ট্র, কেরালার পাশাপাশি এ বার কোরোনাভাইরাস নিয়ে আতঙ্ক ফের মাথাচাড়া দিয়েছে বেঙ্গালুরুতে । কোভিড নিয়ম না-মানার ক্ষেত্রে কোনও রকম শিথিলতা দেখানো হলে ফের সেখানে লকডাউন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সেখানকার পৌরনিগম ।

আধিকারিক, ডাক্তার এবং যুগ্ম ও বিশেষ কমিশনারদের নিয়ে বৈঠকে এমনই কড়া মনোভাব দেখিয়ছেন বেঙ্গালুর পৌরনিগমের প্রধান মঞ্জুনাথ প্রসাদ। বিবিএমপি সম্প্রতি তিনটি জায়গাকে কোভিড ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছে । একটি হল নার্সিং কলেজ ও দুটি হল আবসন কমপ্লেক্স ।

যদিও এখনই বেঙ্গালুরুতে লকডাউন ঘোষণার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাক র। একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ''কোভিড প্রোটোকল মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আরও মার্শাল নিয়োগ করা হচ্ছে। গত কয়েকদিনে সংক্রমিতের হার কিছুটা বেড়েছে। সেই বৃদ্ধি হল 1.27 শতাংশের। এটা এখনই সাংঘাতিক বেশি নয়। এই পরিস্থিতিতে কর্নাটকে লকডাউন করা যায় না।''

আরও পড়ুন: দাপট কমছে কোরোনার

বেঙ্গালুরু পৌরনিগমের প্রধানের বক্তব্য, ''কোভিড নিয়ম মেনে না-চললে আমরা গভীর সমস্যার মধ্যে পড়ব । রাজ্যের নাগরিকদের একটা বড় অংশ সীমানায় বসবাস করেন । রাজ্যের মানুষ কোভিড নিয়ম মানছেন না । এটাই বলতে চাই যে, কোভিড আচরণ মেনে না-চললে খুব শিগগিরই আমরা খুব সমস্যার মধ্যে পড়ব ।''

ABOUT THE AUTHOR

...view details