নয়াদিল্লি, 23 নভেম্বর: আবারও বিতর্কে জড়ালেন দিল্লি মন্ত্রিসভার অন্যতম সদস্য (Delhi Cabinet Minister) সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) ৷ সৌজন্য়ে তাঁর আরও একটি ভিডিয়ো ৷ যা ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে ৷ কী আছে সেই ভিডিয়োয় ? প্রকাশ্যে আসা ওই ভিডিয়ো আদতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ (CCTV Camera Footage) ৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, জেলবন্দি মন্ত্রীমশাই ব্যস্ত রয়েছেন এলাহি ভোজনে ! কারাগারের অন্দরেই মন্ত্রীর জন্য বরাদ্দ হয়েছে আস্ত একটা 'সেল' ৷ সেখানে পরিপাটি করে গোছানো রয়েছে খাট-বিছানা ! আর সেই বিছানাতেই নানা পাত্রে সাজানো রয়েছে খাবার ৷ সেই খাবার সংশোধনাগারের রন্ধনশালা থেকে আসেনি বলেই নানা মহলের অভিযোগ ৷ এমনকী, অনেকেরই দাবি, ওই খাবার নাকি বাইরের কোনও হোটেল থেকে আনা হয়েছিল ! বারমুডা এবং স্য়ান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তিকে সেই খাবার মন্ত্রীমশাইকে পরিবেশন করতেও দেখা গিয়েছে (ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷
উল্লেখ্য, এর আগেই আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে ৷ তাতে সত্যেন্দ্র জৈনকে সংশোধানাগারে নিজের 'সেল'-এর মধ্যেই 'ম্য়াসাজ' নিতে দেখা গিয়েছে ! এবার তাঁকে রীতিমতো 'রেঁধে (এক্ষেত্রে কিনে এনে)-বেড়ে খাওয়ানো'র অভিযোগ উঠল জেল কর্তৃপক্ষেরই একাংশের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, বন্দিদশায় সত্যেন্দ্রর ওজন নাকি 8 (আট) কেজি বেড়ে গিয়েছে ! যদিও তাঁর আইনজীবী আদালতে দাবি করেছেন, জেলে (Tihar Jail) বন্দি থাকাকালীন তাঁর মক্কেলের ওজন 28 কেজি কমে গিয়েছে !
আরও পড়ুন:তিহাড় জেলে সত্যেন্দ্র জৈনের পা মালিশে ব্যস্ত ধর্ষণে অভিযুক্ত ! দাবি অমিত মালব্যর