পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP leader killed in Chhattisgarh: এক সপ্তাহে তিনজন, ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে ফের খুন বিজেপি নেতা - maoists attack in Chhattisgarh

ফের দান্তেওয়াড়ায় এক বিজেপি নেতাকে খুন করল মাওবাদীরা ৷ মৃতের নাম রামধর আলামি ৷ ছত্তিশগড়ে এক সপ্তাহে তিনজন বিজেপি নেতা খুন হলেন (BJP leader killed in Dantewada) ৷

ETV Bharat
ছত্তিশগড়ে খুন বিজেপি নেতা

By

Published : Feb 12, 2023, 9:12 PM IST

দান্তেওয়াড়া, 12 ফেব্রুয়ারি: ফের ছত্তিশগড়ে মাওবাদীদের নিশানায় বিজেপি নেতা ৷ আবারও দান্তেওয়াড়া ৷ রবিবার এই জেলায় মাওবাদীরা কুপুয়ে খুন করেছে রামধর আলামি নামে এক বিজেপি নেতাকে ৷ তিনি হিতামেটা নামের একটি গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধানও ছিলেন ৷ পুলিশ জানিয়েছে, এদিন রামধর যখন নারায়ণপুরের থুলথুলি যাচ্ছিলেন সে সময় তাঁকে খুন করে মাওবাদীরা (BJP leader killed in Chhattisgarh)৷

এর আগে, শুক্রবার দান্তেওয়াড়াতেই মাওবাদীরা খুন করেছিল রাজ্য বিজেপি'র সহ-সভাপতি পদে থাকা নারায়ণ সাহুকে ৷ তার আগে 7 ফেব্রুয়ারি খুন হন বিজাপুরের উসুর মণ্ডলের সভাপতি নীলকণ্ঠ কাকেম ৷ এই নিয়ে গত এক সপ্তাহে 3 জন বিজেপি নেতাকে খুন করল মাওবাদীরা (Three bjp Leaders killed by Maoists)৷

আরও পড়ুন: ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে নিহত বিজেপি নেতা

এদিন রামধর আলামিকে যেখানে খুন করা হয় সেখান থেকে একটি চিঠিও উদ্ধার করেছে পুলিশ ৷ সেই চিঠিতে রামধরকে একজন চর, পুলিশের সহায়তাকারী ও দুর্নীতিগ্রস্থ বলে উল্লেখ করা হয়েছে ৷ বোধঘাট হাইড্রোলিক প্রকল্পে তিনি দুর্নীতি করেছিলেন বলে ওই চিঠিতে দাবি করা হয়েছে ৷ এই চিঠিতে মাওবাদীদের পূর্ব বস্তার ডিভিশন কিমিটির নাম উল্লেখ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, "জনবিরোধী কাজ না করার জন্য, পুলিশের চর হিসেবে গুপ্ত কাজ না-করার জন্য তাঁকে তিনবার নিষেধ করা হয়েছিল ৷ কিন্তু তিনি শোনেননি ৷ তাই এই ভুলগুলির শাস্তি হিসেবে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হল ৷"

এই ঘটনা প্রসঙ্গে দান্তেওয়াড়ার এসপি সিদ্ধার্থ তিওয়ারি বলেন, "থুলথুলি যাওয়ার পথে ওই বিজেপি নেতাকে খুন করে মাওবাদীরা ৷ আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এভাবে নির্দোষদের খুন করা হচ্ছে ৷" বিজেপি'র জেলা সভাপতি চৈতরাম আটামি জানিয়েছেন, রামধর দলের সক্রিয় কর্মী ছিলেন ৷ দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন (Maoists killed Dantewada BJP leader) ৷

ABOUT THE AUTHOR

...view details