অযোধ্যা, 3 সেপ্টেম্বর: ঝাড়খণ্ডের দুমকার মেয়ে অঙ্কিতাকে নৃশংস খুনের ঘটনায় (Ankita murder case) দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । একইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ এই ঘটনায় খুনের আসামির ফাঁসির দাবি জানিয়েছে । অঙ্কিতা বিয়ে করতে না-চাওয়ায় অভিযুক্ত শাহরুখ তাঁকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৷
অযোধ্যার প্রধান সিদ্ধপীঠ হনুমানগড়ীর প্রবীণ পুরোহিত রাজু দাস এ বিষয়ে একটি বিবৃতি দিয়ে জানান, যে অঙ্কিতার খুনি শাহরুখকে (Murderer of Ankita) জীবন্ত পেট্রল ঢেলে পুড়িয়ে ফেলবে, তাকে 11 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে (prize on killing of culprit of Ankita murder case) । শুধু তাই নয়, রাজু দাস দাবি করেছেন, যে পুরস্কারের টাকা তাঁর কাছে ইতিমধ্যে এসে গিয়েছে ৷ এখন দেখার অপেক্ষায় কে ঝাড়খণ্ডের মেয়েকে ন্যায়বিচার দেয় ৷ অর্থাৎ হত্যাকারী শাহরুখকে খুন করে এই পুরস্কারের টাকা নিয়ে যায় ।
ভিডিয়োটি প্রকাশ করে পুরোহিত রাজু দাস বলেন, "ঝাড়খণ্ডের মেয়ে অঙ্কিতার কী দোষ ছিল ? সে বলেছিল, অভিযুক্ত শাহরুখ তাঁকে জোর করে বিয়ে করার চেষ্টা করেছিল ৷ অঙ্কিতা অস্বীকার করলে সে তাকে জীবন্ত পুড়িয়ে দেয় । শেষ নিঃশ্বাস পর্যন্ত অঙ্কিতা শুধু বলতে থাকে, সে যেভাবে যন্ত্রণায় মারা যাচ্ছেন, শাহরুখেরও সেই যন্ত্রণা পায়।"