পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত বার্ড গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অঙ্কুর ভাটিয়া

নিজের বাণিজ্যিক কৌশলের জন্য খ্যাত অঙ্কুর ভাটিয়ার হসপিটালিটি এবং পর্যটন শিল্পের উপর বিশেষ আগ্রহ ছিল ৷ আজ সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ মৃত্যুর কোলে ঢোলে পড়েন ৷

অঙ্কুর ভাটিয়া
অঙ্কুর ভাটিয়া

By

Published : Jun 4, 2021, 9:59 PM IST

নয়া দিল্লি, 4 জুন : শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বার্ড গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অঙ্কুর ভাটিয়া ৷ মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল 48 বছর ৷

নিজের বাণিজ্যিক কৌশলের জন্য খ্যাত অঙ্কুর ভাটিয়ার হসপিটালিটি এবং পর্যটন শিল্পের উপর বিশেষ আগ্রহ ছিল ৷ আজ সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং মৃত্যুর কোলে ঢোলে পড়েন ৷

বার্ড গ্রুপের তরফ থেকে শোক প্রকাশ করে বলা হয়েছে, আমরা যে শুধুমাত্র আমাদের নেতা, পথপ্রদর্শকে হারিয়েছি তাই নয়, এই বিশ্ব একজন ভাল মানুষকে হারিয়েছে ৷ ভাটিয়া পরিবার এই মুহূর্তে গভীরভাবে শোকাহত ৷"

ভাটিয়া পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী স্মৃতি ভাটিয়া এবং দুই সন্তান অর্ণব এবং সনিয়া ৷

আরও পড়ুন :ভ্যাকসিনের প্রথম ডোজে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ভারত, জানাল কেন্দ্র

1994 ট্রাভেল টেকনোলজি জায়েন্ট অ্যামাডিউস ব্র্যান্ডকে ভাটিয়া প্রথম ভারতে আনেন ৷ তিনি ভারত এবং ব্রিটেনে বিলাসবহুল হোটেল এবং রিসর্টের চেন স্থাপন করেন ৷

বর্তমানে বার্ড গ্রুপ ভারত এবং ব্রিটেনে 6টি বিলাসবহুল সম্পতির প্রতিষ্ঠানের মালিক, যেগুলির প্রত্যেকটিরই স্বতন্ত্র ব্র্যান্ড হিসাবে পরিচিতি আছে ৷

ABOUT THE AUTHOR

...view details