পাউরি (উত্তরাখণ্ড), 25 সেপ্টেম্বর: মেয়ে অঙ্কিতা ভাণ্ডারীর (Ankita Bhandari) শেষকৃত্য করতে রাজি হল না পরিবার (Family refuses to perform last rites) ৷ তাঁদের দাবি, যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট আসছে ততক্ষণ তাঁরা শেষকৃত্য করবেন না (Demand post mortem report first) ৷ তবে প্রশাসন চেষ্টা করছে পরিবারকে রাজি করাতে যাতে তাঁরা নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করেন ৷
অঙ্কিতার ভাই অজয় সিং ভাণ্ডারী বলেন, "আমরা যতক্ষণ না বোনের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাচ্ছি ততক্ষণ শেষকৃত্য করব না ৷ আমরা একটি প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট এর আগে পেয়েছি ৷ তাতে উল্লেখ ছিল, অঙ্কিতাকে মারধোর করা হয়েছিল এবং তারপর তাঁকে নদীতে ফেলে দেওয়া হয় ৷ কিন্তু আমরা চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি ৷ তারপরই শেষকৃত্য হবে ৷" এদিকে এই ঘটনা ঘিরে গত কয়েকদিন ধরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । একদিন আগেই ওই রিসোর্টটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এছা়ড়া ওই রিসোর্টের মালিক এবং দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে । রিসোর্টের মালিক বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যকে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও পড়ুন:ফাঁস অঙ্কিতার শেষ অডিয়ো কল, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
এই ঘটনায় শনিবার সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ অভিযোগ ওঠে, রিসর্টে দেহব্যবসার জন্য চাপ দেওয়া হচ্ছিল অঙ্কিতাকে, এই সম্পর্কিত একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে ৷ এক বন্ধুকে ওই চ্যাটে অঙ্কিতা বলেন, পুলকিত আর্য এবং অঙ্কিত গুপ্তা তাঁকে ভিআইপি অতিথি হিসেবে 'বিশেষ পরিষেবা' দিতে বাধ্য করছে । একইসঙ্গে ঘটনার রাতে রিসোর্টের রাঁধুনির সঙ্গেও কথা বলেন অঙ্কিতা ভাণ্ডারী (Ankita Bhandari latest News) । এটাই ছিল অঙ্কিতার শেষ কল ।