দেরাদুন, 24 সেপ্টেম্বর : অঙ্কিতা ভান্ডারীর দেহ উদ্ধার (Ankita Bhandari Body Found) হতেই উত্তরাখণ্ডের দুই নেতাকে সাসপেন্ড করেছে বিজেপি (BJP) ৷ সেই সাসপেনশন ছাপিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ রিসর্টে দেহব্যবসার জন্য চাপ দেওয়া হচ্ছিল অঙ্কিতাকে, এই সম্পর্কিত একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশিত হয়েছে ৷ এক বন্ধুকে ওই চ্যাটে অঙ্কিতা বলেন, পুলকিত আর্য এবং অঙ্কিত গুপ্তা তাঁকে ভিআইপি অতিথি হিসেবে বিশেষ পরিষেবা দিতে বাধ্য করছে । একইসঙ্গে ঘটনার রাতে রিসোর্টের রাঁধুনির সঙ্গেও কথা বলেন অঙ্কিতা ভান্ডারী (Ankita Bhandari latest News) । এটাই ছিল অঙ্কিতার শেষ কল ।
সামনে এসেছে ওই ফোন কলের অডিয়ো ক্লিপিংসও । রিসর্টের রাঁধুনি করণকে অঙ্কিতা কাঁদতে কাঁদতে তাঁর ব্যাগ নিয়ে নেমে আসতে বলেন । এর পর ফোনটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । করণ পুলিশকে জানিয়েছেন, তিনি ব্যাগ নিয়ে অঙ্কিতার উল্লেখিত জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কেউ ছিল না ।